১২.১ ওভারে আফগানিস্তানের দেওয়া ১১৬ রান তাড়া করে ম্যাচ জিততে পারলেই, বাজিমাত করত বাংলাদেশ। অস্ট্রেলিয়া, আফগানদের পিছনে ফেলে পৌঁছে যেতে পারত ২০২৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু ২.৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে থাকে টাইগাররা। সেখানেই যেন স্বপ্ন ভেঙে যায়। ৫০ হওয়ার আগেই পড়ে চতুর্থ উইকেট।
লক্ষ্য অসম্ভব ছিল না। কিন্তু আফগান বোলারদের দাপটে কেঁপে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। আরও একবার ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরে গিয়ে নিজেরা তো ডুবলই বাংলাদেশ, সঙ্গে অস্ট্রেলিয়াকেও বিশ্বকাপ থেকে ছিটকে দেয় তারা। ম্য়াচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে নাজমুল হারের দায় চাপান ব্যাটসম্যানদেরই উপর। তিনি সাফ বলে দেন, ‘আমাদের বোলিং খুব ভালো হয়েছে। এমন বোলিংয়ের পর আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিংয়ে আমরা ব্যর্থ হয়েছি। বেশি কিছু খারাপ সিদ্ধান্তের কারণে হেরে গেছি আমরা।’
আরও পড়ুন: আগের দিনই বলেছিলাম.... ৯২-তে আউট হওয়া নিয়ে নিজেরই কথা মনে করিয়ে দিলেন রোহিত, বোঝালেন নয়া মানসিকতা
সঙ্গে নাজমুল যোগ করেছেন, ‘পরিকল্পনাটা এমন ছিল যে, আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। পরিকল্পনা ছিল, যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট না পড়ে, তাহলে আমরা সুযোগটা নেব। কিন্তু যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা পাল্টাতে হয়। তখন চেষ্টা করেছিলাম, আমরা অন্তত ম্যাচটা যেন জিততে পারি। তার পরও আমি বলব, মিডল অর্ডারের খারাপ পারফরম্যান্সের কারণেই ম্যাচটা আমরা হেরে গেছি।’
তৌহিদ হৃদয়কে শুরুর দিকে ব্যাটিংয়ে না পাঠিয়ে, ৬ নম্বরে কেন নামানো হল, তার ব্যাখ্যা দিয়ে নাজমুল দাবি করেছেন, ‘আমরা যে পরিবর্তনটা করার চেষ্টা করেছি, সেটা বাঁহাতি-ডানহাতি সমন্বয়ের কারণে। লিটন এক দিকে ব্যাটিং করছিল। ওদের বোলিংয়ে অনেক বৈচিত্র্য ছিল। এই কারণে বাঁহাতি-ডানহাতি সমন্বয়ের প্রয়োজন ছিল। এটা সবাই জানত। সবার কাছে এই ব্যাপারে পরিষ্কার ধারণা ছিল।’
আফগানিস্তানকে ১১৫ রানে আটকে রাখতে পারার জন্য, বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নাজমুল। তিনি বলেছেন, ‘বোলিংয়ে আমাদের পরিকল্পনা ছিল শুরুর দিকে উইকেট নেওয়া। কিন্তু গুরবাজ ও ইব্রাহিম খুব ভালো ব্যাটিং করেছে। মাঝের ওভারে আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি। বোলাররা দারুণ করেছে। আমি ব্যাটিং গ্রুপের কথা বলব যে, বিশেষ করে মিডল অর্ডারের কথা, খুব বাজে ভাবে উইকেট ছুড়ে দিয়েছে ব্যাটাররা, তারই মূল্য দিতে হয়েছে আমাদের।’
আরও পড়ুন: 2024 T20 World Cup-এ সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া, লজ্জার নজিরে শীর্ষে ক্যাপ্টেন মার্শ
আফগানিস্তান ম্যাচ তথা পুরো বিশ্বকাপেই বাংলাদেশের বোলিং নিয়ে সন্তুষ্ট নাজমুল। বলেওছেন, ‘ আমি মনে করি, পুরো বোলিং বিভাগই টুর্নামেন্টে দুর্দান্ত করেছে। আমি রিশাদের কথা বিশেষ ভাবে বলব। পুরো টুর্নামেন্টেই ও খুব ভালো বোলিং করেছে। তানজিম সাকিবও ভালো করেছে। আমাদের ফিল্ডিংও ভালো হয়েছে। তাই আমি বলব, এখান থেকে ইতিবাচক অনেক কিছু নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে পারি।’
বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ক্ষমাও চেয়েছেন নাজমুল হোসেন শান্তষ তিনি বলেছেন, ‘দল হিসেবে পুরো বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছি। যারা আমাদের খেলা দেখেন, সব সময় আমাদের সমর্থন করেন, তাদের আমরা হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।’