টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ওয়ানের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। এই ম্যাচে টস হেরে অস্ট্রেলিয়ার সামনে ভারত ২০৬ রানের বড় লক্ষ্য রাখে। রোহিত শর্মার ৪১ বলে ৯২ রানের ইনিংসের হাত ধরেই ভারত রানের পাহাড় গড়ে। আর সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৪ রানে ম্যাচটি হেরে যায়। কারণ তাদের ইনিংস শেষ হয়ে যায় ৭ উইকেটে ১৮১ রানে। তবে মাত্র ৮ রানের জন্য রোহিত নিজের সেঞ্চুরি মিস করেন। এই নিয়ে অবশ্য আফসোস নেই ভারত-অধিনায়কের। তাঁর দাবি, ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জয়টাই আসল।
নিজের গতিতেই খেলে যেতে চান রোহিত
ম্যাচ পরবর্তী উপস্থাপনায় রোহিত স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি আগের ম্যাচের পরেই বলেছিলাম যে, ৫০ এবং ১০০ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি একই ভাবে, একই গতিতে ব্যাট করতে চাই এবং যখনই প্রয়োজন হবে, তখন শট খেলতে চাই এবং বোলারদের উপর চাপ তৈরি করাটাই লক্ষ্য থাকবে। এভাবে চালিয়ে খেলে বড় স্কোরও করা যায়। তবে বোলার কী বল করতে পারে অনুমান করতে হবে। এবং সেভাবে পরবর্তী শটটি খেলতে হবে। যেটা কিছু আমি এই ম্যাচে করতে পেরেছি।’
আরও পড়ুন: 2024 T20 World Cup-এ সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া, লজ্জার নজিরে শীর্ষে ক্যাপ্টেন মার্শ
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ওরা হাওয়ার বিরুদ্ধে বল করার চেষ্টা করছিল। বোলারেরা বুদ্ধি খরচ করবে। তাই ওদের বিরুদ্ধে আপনাকেও বুদ্ধি করে খেলতে হবে। আমি সেটাই করেছি। যে দিকে ফিল্ডার ছিল না সে দিকে বেশি শট খেলেছি। হাওয়ার সাহায্যে শট খেলার চেষ্টা করেছি। যতটা সম্ভব বড় শট খেলার চেষ্টা করছিলাম। এই পিচে ব্যাটিং সহজ। ব্যাটারেরা নিজেদের উপর আস্থা রেখেছে। সেটা ম্যাচে দেখা গিয়েছে।’
আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে নিজের ১৪ বছর আগের রেকর্ড ছুঁলেন রোহিত, ICC T20 WC-এ গড়লেন বাউন্ডারি মারার নজিরও
কুলদীপের প্রশংসা
২০৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাঝে কুলদীপ যাদব এসে সব এলোমেলো করে দেন। মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন তিনি। ৪ ওভারে মাত্র ২৪ রান দেন। রোহিত জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের মাঠের কথা ভেবেই কুলদীপকে নেওয়া হয়েছিল। তাঁর দাবি, ‘এখানকার পিচে যে কুলদীপ ভালো বল করবে, তা জানতাম। নিউ ইয়র্কে পেসাররা সাহায্য পাচ্ছিল বলে ওকে খেলানো হয়নি। কিন্তু এখানকার পিচে ওকে দরকার। পরের ম্যাচগুলোতেও ওর বড় ভূমিকা থাকবে।’
সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ডের
সেমিফাইনালে ভারত তাদের গ্রুপের শীর্ষে রয়েছে, যে কারণে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে, যারা বি গ্রুপে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল। যেখানে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। সেদিক থেকে ভারতের কাছে এটি বদলার ম্যাচ। এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা আলাদা কিছু করতে চাইছি না। যে ক্রিকেট খেলছি, সেটাই পরেও খেলব। কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই। সবাইকে বলেছি, স্বাধীন ভাবে খেলতে। চাপ না নিতে। এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হব।’