ফের শুট আউটের ঘটনা ঘটল হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্যী পাড়ায়। তবে অল্পের জন্য রক্ষা পেলেন যুবক। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অনেকদিন ধরে হাওড়ার ভট্টাচার্যী পাড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে দুটি গোষ্ঠী আকাশ মালিক ও সোহম মুখার্জি মধ্যে ঝামেলা চলছিল। শনিবার রাত সাড়ে নটা নাগাদ আকাশ মালিক তার দলবলকে নিয়ে এসে ঝামেলা শুরু করে। সোহম মুখার্জির অভিযোগ, আকাশ মালিক তাঁকে লক্ষ করে গুলি চালায়। গুলি চালনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চ্যাটার্জি হাট থানার পুলিশ। সোহমকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। শরীরে গুলির আঘাতের ক্ষত না থাকলেও একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত আকাশ মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন অভিযুক্তকে আদালতেও পেশ করা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।