বাংলা নিউজ >
দেখতেই হবে > Mahakumbh Video: মহাকুম্ভে স্বজনহারার আর্তনাদ! মৌনী অমাবস্যায় পদপিষ্ট হয়ে মৃত বহু পুণ্যার্থী, আহত একাধিক
Mahakumbh Video: মহাকুম্ভে স্বজনহারার আর্তনাদ! মৌনী অমাবস্যায় পদপিষ্ট হয়ে মৃত বহু পুণ্যার্থী, আহত একাধিক
Updated: 29 Jan 2025, 08:23 PM IST Laxmishree Banerjee ২০২৫ সালের মহাকুম্ভ, দেশ বিদেশের কোটি কোটি ভক্তের আরাধ্য স্থল হয়ে উঠেছে। ১৩ জানুয়ারি থেকে জনস্রোত বয়ে গিয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই বহুল প্রতীক্ষিত কুম্ভ মেলায়। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে বুধবার ভোররাত থেকেই উপচে পড়ে ভিড়। জানা গিয়েছে, সঙ্গমের মুখে ব্যারিকেড ভেঙে ভক্তদের পদপিষ্ট হওয়ার মত মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। পদপিষ্ট হওয়ার ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকার্যে নেমেছে পুলিশ, আধা সামরিক বাহিনী, এনএসজি এবং আরএএফ। নামানো হয়েছে হেলিকপ্টারও। প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ্য আদিত্যনাথ। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে আপাতত বন্ধ অমৃত স্নান, ঘাটে নামতে নিষেধ করা হয়েছে পুণ্যার্থীদের।