পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে বারবার নেটমাধ্যমে কটাক্ষ করা হয়েছে। কারণ তিনি সম্প্রতি নিজের নামাঙ্কিত এক প্রতিযোগিতায় পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। স্রেফ নীরজকেই নয়, তাঁর পরিবার সম্পর্কেও কটুক্তি করা হয়। এবার এই নিয়েই মুখ খুললেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।
মে মাসের ২০ তারিখ থেকে নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন থ্রোয়ের আসর বসার কথা ভারতের মাটিতে। সেই প্রতিযোগিতাতেই আর্শাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। বরাবরই পাকিস্তানের এই খেলোয়াড়ের সঙ্গে ভালো সম্পর্ক নীরজের। আর বর্তমান জ্যাভলিন থ্রো ইভেন্টে অলিম্পিক্সের চ্যাম্পিয়নও আর্শাদ, আর নীরজ রানার্স আপ। তাই তাঁকে আমন্ত্রণ জানানোকে কোনও অন্যায় হিসেবে দেখছেন না ভারতের সোনার ছেলে।
নীরজের আবেদনে সাড়া দেননি আর্শাদ
অবশ্য নীরজ চোপড়ার আবেদনে সাড়া দেননি আর্শাদ নাদিম। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরই জানা যায় আর্শাদ এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য কোরিয়ায় যাবেন মে মাসের ২২ তারিখ, তাই জন্য তাঁর পক্ষে ভারতে নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন থ্রোয়ের ইভেন্টে যোগ দেওয়া সম্ভব নয়। এই আবহেই নেটমাধ্যমে প্রশ্ন করা হয় নীরজকে নিয়ে।
পাকিস্তানিকে কেন আমন্ত্রণ? খোঁচা নেটিজেনদের
একজন পাকিস্তানিকে কেন ভারতে আমন্ত্রণ জানালেন নীরজ? যেখানে কাশ্মীরে পাকিস্তানি মদকপুষ্ট জঙ্গিরা বেছে বেছে ভারতীয় হিন্দুদের খুন করেছে। এই ঘটনার পর থেকে নেটমাধ্যমে নীরজের মা-কে নিয়েও কটুক্তি করা হয়েছে, নীরজের গায়েও সেঁটে দেওয়া হয়েছে রাজনৈতিক তকমা। এবার এই নিয়েই জবাব দিলেন ভারতের জোড়া অলিম্পিক্সপদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।