Hindustan Times
Bangla

দুই দেশের রাজনৈতিক অবস্থান যাই হোক, কূটনৈতিক সম্পর্ক দেখে কী আর প্রেম করা যায়? অতীতে একাধিক ভারতীয় নায়ক নায়িকার সঙ্গে জড়িয়েছে পাকিস্তানি ব্যক্তিত্বদের নাম। কারা তাঁরা? 

বলিউডের অন্দরে এক সময় কানাঘুষো শুরু হয় যে পাকিস্তানি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে নাকি মন দিয়েছে। রেখা! 

এমনকি সেই সময় এও রটে যায় যে রেখার সঙ্গে নাকি ইমরান বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। যদিও পরে সেই জল্পনা বাস্তবায়িত হয়নি। 

কেবল রেখা নন। ইমরান খানের সঙ্গে নাম জড়িয়েছিল মুনমুন সেনেরও। যদিও এই জল্পনা নিয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি। 

এই তালিকায় থাকবে সুস্মিতা সেন এবং ওয়াসিম আক্রমের নাম। ২০০৮ সালে তাঁদের একটি রিয়েলিটি শোয়ে একসঙ্গে দেখা গিয়েছিল। 

পরে শোনা যায় সুস্মিতা এবং ওয়াসিম নাকি সম্পর্কে রয়েছেন। যদিও এই কথা অস্বীকার করেন অভিনেত্রী। 

পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন খান। দীর্ঘদিন তাঁরা সেই সম্পর্কে ছিলেন। 

রণবীর কাপুরের সঙ্গে শাহরুখের নায়িকা মাহিরা খানের একটি ছবি দারুণ ভাইরাল হয়। শুরু হয় প্রেমের জল্পনা। যদিও রণবীরকে কেবল বন্ধু বলেই দাবি করেছেন তিনি। 

বিপাশা বসুর সঙ্গে ক্রিচার ৩ ডি ছবির নায়ক ইমরান আব্বাসের প্রেমের জল্পনা রটেছিল তাঁদের সেই ছবি মুক্তির পরই। যদিও এই বিষয়ে তাঁরা কেউই কখনও কিছু বলেননি। 

caco88