পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে বারবার নেটমাধ্যমে কটাক্ষ করা হয়েছে। কারণ তিনি সম্প্রতি নিজের নামাঙ্কিত এক প্রতিযোগিতায় পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। স্রেফ নীরজকেই নয়, তাঁর পরিবার সম্পর্কেও কটুক্তি করা হয়। এবার এই নিয়েই মুখ খুললেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।
মে মাসের ২০ তারিখ থেকে নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন থ্রোয়ের আসর বসার কথা ভারতের মাটিতে। সেই প্রতিযোগিতাতেই আর্শাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। বরাবরই পাকিস্তানের এই খেলোয়াড়ের সঙ্গে ভালো সম্পর্ক নীরজের। আর বর্তমান জ্যাভলিন থ্রো ইভেন্টে অলিম্পিক্সের চ্যাম্পিয়নও আর্শাদ, আর নীরজ রানার্স আপ। তাই তাঁকে আমন্ত্রণ জানানোকে কোনও অন্যায় হিসেবে দেখছেন না ভারতের সোনার ছেলে।
নীরজের আবেদনে সাড়া দেননি আর্শাদ
অবশ্য নীরজ চোপড়ার আবেদনে সাড়া দেননি আর্শাদ নাদিম। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরই জানা যায় আর্শাদ এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য কোরিয়ায় যাবেন মে মাসের ২২ তারিখ, তাই জন্য তাঁর পক্ষে ভারতে নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন থ্রোয়ের ইভেন্টে যোগ দেওয়া সম্ভব নয়। এই আবহেই নেটমাধ্যমে প্রশ্ন করা হয় নীরজকে নিয়ে।
পাকিস্তানিকে কেন আমন্ত্রণ? খোঁচা নেটিজেনদের
একজন পাকিস্তানিকে কেন ভারতে আমন্ত্রণ জানালেন নীরজ? যেখানে কাশ্মীরে পাকিস্তানি মদকপুষ্ট জঙ্গিরা বেছে বেছে ভারতীয় হিন্দুদের খুন করেছে। এই ঘটনার পর থেকে নেটমাধ্যমে নীরজের মা-কে নিয়েও কটুক্তি করা হয়েছে, নীরজের গায়েও সেঁটে দেওয়া হয়েছে রাজনৈতিক তকমা। এবার এই নিয়েই জবাব দিলেন ভারতের জোড়া অলিম্পিক্সপদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার।
জবাব দিলেন নীরজ চোপড়া
নীরজ চোপড়া শুক্রবার সকালেই একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘আমি খুব একটা বেশি কথা বলি না, তবে যখন আমায় বা আমার পরিবার টেনে কথা বলা হচ্ছে তখন আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আমার দেশকে যথেষ্ট ভালোবাসি। নীরজ চোপড়া ক্লাসিকে আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে অনেক কথা শুনতে পাচ্ছি, অনেক কটুক্তি করা হচ্ছে। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। কিন্তু আমি আর্শাদকে একজন অ্যাথলিট হিসেবেই আমন্ত্রণ জানিয়েছি, আর সেটা সোমবারের মধ্যেই হয়ে গেছে। অর্থাৎ পহেলগাঁওয়ের ঘটনার দুদিন আগেই আমন্ত্রণ জানিয়েছি ’।
নীরজের মা-কেও অপমান করা হচ্ছে
নীরজ আরও জানান, ‘যারা কাশ্মীর হামলায় স্বজন হারিয়েছেন, আমিও তাঁদের মতোই গোটা ঘটনার ব্যথিত এবং আমারও রাগ হচ্ছে। আমি নিশ্চিত যে আমার দেশ তাঁর শক্তি দেখাবে আর বিচার মিলবে। আমি আমার দেশের জন্য এত বছর ধরে সেবা করে আসছি, তাই আমায় নিয়ে প্রশ্ন ওঠায় আমি অত্যন্ত দুঃখিত। মিডিয়াতেও আমায় নিয়ে একধরণের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আরও অবাক হচ্ছি এটা দেখে, যারা এক বছর আগে আমার মায়ের একটা সাধারণ মন্তব্যের জন্য তাঁর প্রশংসা করেছিল, আজ তাঁরাই তাঁকে টার্গেট করছে সেই মন্তব্যের জন্য। আমি আরও কঠোর পরিশ্রম করব যাতে ভারতকে গোটা বিশ্ব ভালো কারণের জন্য মনে রাখে ’।