বাংলা নিউজ >
ছবিঘর > Jagannath Temple Ratna Bhandar Mystery: পুরীর জগন্নাথ মন্দিরের 'রত্ন ভাণ্ডারে' কী আছে? কী বলছে শতাব্দী প্রাচীণ তালিকা?
Jagannath Temple Ratna Bhandar Mystery: পুরীর জগন্নাথ মন্দিরের 'রত্ন ভাণ্ডারে' কী আছে? কী বলছে শতাব্দী প্রাচীণ তালিকা?
Updated: 13 Aug 2022, 11:32 AM IST Abhijit Chowdhury
খসে পড়েছে জগন্নাথ দেবের গর্ভগৃহের দেওয়ালের অংশ। এই আবহে ফের একবার পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার আর্জি জানিয়ে আবেদন করল আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। চার বছর আগে হাইকোর্টের নির্দেশে দরজা খোলা হয়েছিল পুরীর রত্ন ভাণ্ডারের। তবে সেবার ভাণ্ডার খতিয়ে দেখতে পারেনি এএসআই। তবে এবার ফের একবার পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার খুলে দেওয়ার আর্জি করল এএসআই।