তিন বন্ধুর হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং তারপর নিজেদের খুঁজে পাওয়া। 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিটি বহু মানুষটি বাঁচতে শিখিয়েছিল, শিখিয়েছিল জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে। বন্ধুত্বের কথা বললে আবার চলে আসে ‘দিল চাহাতা হ্য়ায়’ সিনেমার প্রসঙ্গও। তবে এবার অভিনেতাদের রিয়েল লাইফের কিছু দৃশ্য রিল লাইফকেও হার মানিয়ে দিল।
নববর্ষ উপলক্ষে বহু তারকাই ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে। কিছু কিছু তারকাকে আবার দেখা গিয়েছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে নিউ ইয়ার উপলক্ষে বলিউডের তিন বন্ধু সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টর এবং বেদাং রায়না বেরিয়ে পড়েছিলেন রোড ট্রিপে। তবে তাঁদের ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে বহু মানুষই সিনেমার দৃশ্য ভেবে ভুল করেছেন।
আরও পড়ুন: 'ও নিজের গান নিজেই গাইতে পারে', শাহরুখকে ফের কটাক্ষ অভিজিতের! বাঙলি গায়কের উপর চটল কিং খান ভক্তরা
আরও পড়ুন: মুক্তির ৩য় সপ্তাহে এসে শো বাড়ল ‘৫নং স্বপ্নময় লেন’এর, মোট কটা শো পেল মানসী সিনহার ছবি?
ঘটনাটি ঠিক কী ঘটেছে?
সিদ্ধান্ত তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের গোয়া ট্রিপের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “They Buoyyys @ishaankhatter @vedangraina। ছবি দেখেই বুঝতে পারবেন, সিদ্ধান্তের সঙ্গে এই ট্রিপে তাঁর সঙ্গে ছিলেন ইশান এবং বেদাং। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের পোস্ট করা ছবিগুলি দেখে অনেকেই কোনও সিনেমার দৃশ্য বলে ভুল করেছেন। কেউ ভেবেছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ দ্বিতীয় পর্ব আসতে চলেছে, কেউ আবার ভেবেছেন ‘দিল চাহাতা হে’ সিনেমার দ্বিতীয় পর্ব।
অভিনেতার পোস্ট করা ছবির প্রথমটিতে দেখা যাচ্ছে, তিন বন্ধু গাড়িতে বসে রয়েছেন। দ্বিতীয় ছবিতে একেবারে দিল চাহাতা হে ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন তিনজন। তৃতীয় ছবিতে তিনজনকে দেখলেই মনে হচ্ছে যেন জিন্দেগি না মিলেগি দোবারা - র দৃশ্য দেখছেন আপনি। পোস্ট করা প্রায় প্রত্যেকটি ছবিই যেন সিনেমার দৃশ্য।
আরও পড়ুন: 'বডিগার্ডদের চিৎকার করতে ট্রেনিং দেওয়া হয়', তারকাদের গোপন কথা ফাঁস সোনু সুদের
আরও পড়ুন: অনন্যাকে বিয়ে করতেই TRP-তে হার! এগিয়ে গেল গৃহপ্রবেশ, ‘লুচ্চা অনুজ ২’ কটাক্ষ নিয়ে জবাব রণজয়ের
সিদ্ধান্তের ছবিগুলি দেখে একজন লিখেছেন, টএটা বোধহয় জিন্দেগি না মিলেগি দোবারা বা দিল চাহাতা হে সিনেমার সিক্যুয়েলট। একজন লিখেছেন, ‘কবে আসছে সিনেমাটি?’ তৃতীয় একজন লিখেছেন, ‘ZNMD2?’ চতুর্থ জন লিখেছেন, দুর্দান্ত লাগছে একেবারে দিল চাহাতা হে ভাইবস!! অনেকে আবার জোয়া আখতারকেও ট্যাগ করেছেন।