Shotyi Bole Shotyi Kichu Nei: গত মাসের নেতাজি জন্মজয়ন্তীতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই। প্রথম থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে দেখার মতো উত্তেজনা ছিল। প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ভালো ফল করেছে ছবিটি। শুধু তাই নয়, নতুন একটি রেকর্ডও গড়ে ফেলল এটি।