আগামী ২৬ এপ্রিল কেকেআরের ম্যাচ আছে। সেই উপলক্ষ্যে শহরে আসবেন আরিয়ান খান। এদিন তিনি শহরে একটি পার্টির আয়োজন করেছেন। আর সেখানেই আমন্ত্রিত টলিউডের খ্যাতনামা সমস্ত অভিনেত্রীরা। আমন্ত্রণ পেয়েছেন অভিনেতারাও। তবুও বিশেষ একটি জিনিস পাচ্ছেন নায়িকারা। কী সেটা? আর কারাই বা আমন্ত্রণ পেলেন?
আরও পড়ুন: 'বৌঠান'কে ভুলে অন্য নারীর সঙ্গে জন্মদিন পালন! এবার কি তবে দূরত্ব বাড়বে স্বতন্ত্র-কমলিনীর?
আরিয়ানের কলকাতার পার্টি
আরিয়ানের পার্টির জন্য টলিউডের যে অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের একটি করে বিশেষ আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণ পত্রে লেখা থাকবে নায়িকাদের নাম লেখা থাকবে। তাঁদের সম্মান জানাতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে টিভি ৯ বাংলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে। রাজদীপ চক্রবর্তীর তত্ত্বাবধানে এই পার্টির আয়োজন করা হয়েছে। এখানে আমন্ত্রিত থাকবেন অভিনেতারাও।
আরও পড়ুন: বিরাট লোকসান জেনেও কনসার্ট বাতিল! পহেলগাঁও সহ কোন কোন ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছিলেন অরিজিৎ?
জানা গিয়েছে আরিয়ান খানের পার্টিতে আমন্ত্রিত মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। আমন্ত্রণ গেছে ঐদ্রিলা সেন, দর্শনা বণিক, তৃণা সাহা, ইধিকা পাল, কৌশানি মুখোপাধ্যায়, মনামী ঘোষ, নুসরত জাহানদের কাছেও। বাদ যাননি সুস্মিতা চট্টোপাধ্যায় লহমা ভট্টাচার্য সম্পূর্ণা লাহিড়ী, প্রমুখ। এছাড়া এদিনের পার্টিতে দেখা যেতে পারে টলিউডের খ্যাতনামা অভিনেতাদেরও। ফলে শনিবারের এই পার্টিতে যে রীতিমত চাঁদের হাট বসবে সেই কথা স্পষ্ট।
প্রসঙ্গত ২৬ এপ্রিল কেকেআর বনাম পঞ্জাব কিংসের ম্যাচ আছে কলকাতায়। এছাড়া এই একই দিনে নিজের ব্র্যান্ডের পণ্য নিয়ে কলকাতায় থাকবেন আরিয়ান খান। কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে আরিয়ান খানের ব্র্যান্ডের সেই অনুষ্ঠান। আরিয়ানের সঙ্গে সেই অনুষ্ঠানে থাকবেন বলিউডের একাধিক পরিচিত মুখ। থাকবেন অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতা। একই সঙ্গে এই অনুষ্ঠানে কেকেআরের কিছু খেলোয়াড় বা কর্মকর্তাকেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে শাহরুখ খান উপস্থিত থাকবেন কিনা সেটা সময়ই বলবে।