ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ স্বীকৃতি মজুমদার। অভিনয় জগতে পা রেখে একের পর এক ধারাবাহিকে নজরকাড়েন তিনি। তাঁর অভিনয়ের গুণে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে কেবল ধারাবাহিক নয়, বরং ওটিটিতেও নিজের জায়গা পাকা করেছেন তিনি। আর এবার শুরু নায়িকার নতুন ইনিংস। এবার বড় পর্দায় স্বীকৃতি। কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?
অভিনেত্রীকে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'-এ দেখা যাবে। শুক্রবার নির্মাতাদের পক্ষ থেকে ছবির কলাকুশলীদের প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা মিলেছে স্বীকৃতির। তাঁকে এই ছবিতে ‘রাধিকা’-এর চরিত্রে দেখা যাবে। গল্পে 'রাধিকা' একটি অ্যান্টিক তথা গয়নার বিপণীর কর্মী।
আরও পড়ুন: ‘এই বছরই…’, ২০২৫-এই ‘মহাভারত’ নিয়ে কাজ শুরু করবেন আমির! ‘লর্ড অফ দ্য রিংস’-এর আদলে হবে এই ছবি
প্রসঙ্গত, 'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে' এবং 'এই রাত তোমার আমার'-এর অসাধারণ সাফল্যের পর, হইচই স্টুডিয়োস আবারও বড় পর্দায় নতুন ছবি নিয়ে ফিরেছে। এবার তাদের ছবি, জনপ্রিয় প্রিয় চরিত্র 'একেনবাবু'কে নিয়ে।
'দ্য একেন: বেনারসে বিভীষিকা'-এর মাধ্যমে বড় পর্দায় ফের ফিরছে 'একেন' অনির্বাণ চক্রবর্তী। রহস্য, রোমাঞ্চ, সাসপেন্সে ভরা এই ছবিতে এবারও 'একেন'-এর সঙ্গী পর্দার 'প্রমথ' সোমক ঘোষ। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। এই ছবিতেও 'বাপি'র চরিত্রে থাছেন সুহোত্র মুখোপাধ্যায়। তাছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নানা লুকে নজরকাড়তে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: এবার অসমবয়সী বন্ধুত্বের গল্পে বনি! ‘কেয়ার অফ এ জার্নি’ ছবির নায়িকা কে?
এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইশা সাহা, গৌরব চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, ঋষভ বসু, বিশ্বনাথ বসু, সাগ্নিক চট্টপাধ্যায় এবং কৌশিক হাফিজি প্রমুখকে। ছবিটি গরমের ছুটিতে চলতি বছরের ১৬ মে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।
তবে কেবল 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'-এ নয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জানা গিয়েছে মৈনাক ভৌমিকের ছবিতেও কাজ করতে চলেছেন স্বীকৃতি। তাঁকে মৈনাকের 'বিষণ্ণ' ছবিতে দেখা যাবে।
কাজের সূত্রে নায়িকা 'খেলাঘর' সিরিয়ালের হাত ধরে অভিনয় দুনিয়ায় এসেছিলেন। তারপর কাজ করেছেন 'মেয়েবেলা'র মতো চর্চিত ধারাবাহিকেও। মাঝে টেলভিশন দুনিয়া থেকে কয়েক মাসের বিরতি নেন। তারপর আবারও ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার 'আলোর কোলে' ধারাবাহিকের হাত ধরে।