শুরুতেই র্যাম্প শোয়ের দৃশ্য, বেশকিছু মডেলদের হাঁটতে দেখা যাচ্ছে। তারপরই ক্যামেরা ফিরে আসে ঋতাভরী চক্রবর্তীর বাড়ির ছাদে। সেখানে শুকতে দেওয়া আছে বেশকিছু ড্রেস। যাতে বেশ বোঝা যায়, মডেল হওয়ার স্বপ্ন দেখেন ঋতাভরীও। পরবর্তী অংশে দেখা যায় আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর সাংসারিক জীবন। যা ভালোমন্দ, সবকিছু মিলিয়ে মিশিয়েই এগিয়ে চলে। স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিতে দেখা যায় আবিরকে। রোম্যান্স করতেও দেখা যায় তাঁদের। এমনই বেশকিছু বিষয় নিয়েই তৈরি হয়েছে ‘ফাটাফাটি’ ছবির প্রথম গান জানি অকারণ।
সম্প্রতি মুক্তি পেয়েছে 'ফাটাফাটি' ছবির এই গান। যেটি গেয়েছেন অন্তরা মিত্র ও ঈশান মিত্র। গানটি লিখেছেন ঋতম সেন। উইন্ডোজের সঙ্গে এটাই অন্তরার প্রথম কাজ। এর আগে গানের টিজার মুক্তিতেই নজর কেড়েছিল, এবার সামনে এল ছবির গান। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অমিত চট্টোপাধ্যায়। তবে ছবির টাইটেল ট্র্যাক তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শিল্পী চমক হাসান। এছাড়াও ছবির আরও বেশকিছু গান রয়েছে। যেগুলি গেয়েছেন জাভেদ আলি, অন্বেষা দত্তগুপ্ত, অনন্যা ভট্টাচার্য, শুচিস্মিতা চক্রবর্তী, পারমিতা ও পৌষালি বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বাবা মাত্র ৯ বছর বয়সে লোকের বাড়িতে কাজ করতেন, বলতে লজ্জা পাই না: সুনীল শেট্টি