ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শাকিব আল হাসান মাঠে নামতে পারবেন কিনা, নিশ্চিত নয় এখনও। শাকিব খেলতে না পারলে বাংলাদেশের শক্তি কমবে সন্দেহ নেই। তবে তাতে ভারতের কতটা সুবিধা হবে, সেই বিষয়টাকেই বিশেষ আমল দিতে চাইলেন না পরশ মামব্রে।
ভারতের বোলিং কোচের দাবি, শাকিব চ্যাম্পিয়ন প্লেয়ার। তবে তাঁকে নিয়ে ভারতের বিশেষ মাথা ব্যথা নেই। বরং টিম ইন্ডিয়া নিজেদের পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে প্রস্তুত।
বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে মাঠে নামবে ভারত। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকে বিশ্বকাপ ২০২৩ অভিযান শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একজোড়া ম্যাচে পরাজিত হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাট করার সময় চোট পান শাকিব। ফলে তিনি ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কিনা, এখনও নিশ্চিতভাবে কিছু বলা মুশকিল।
বুধবার পরশ মামব্রে সাংবাদিক সম্মলনে এলে বাঁ-হাতি স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের তুলনায় অস্বস্তিতে থাকার প্রসঙ্গে জানতে চাওয়া হয়। অর্থাৎ, শাকিব না খেললে ভারতের সুবিধা হবে কিনা, সেটাই ছিল জানার আসল উদ্দেশ্য। শকিব যদি খেলেন, তবে তাঁকে সামলানোর জন্য ভারতের কোনও আলাদা পরিকল্পনা রয়েছে কিনা, সেটাই জানতে চাওয়া হয় টিম ইন্ডিয়ার বোলিং কোচের কাছে।
জবাবে মামব্রে বলেন, ‘সব ব্যাটসম্যানকেই কোনও না কোনও বোলারের সামনে একটু দুর্বল দেখায়। তবে শাকিবকে নিয়ে আমাদের কোনও আলোচনা হয়নি। আমরা জানি ও ভালো খেলোয়াড়। ও বাংলাদেশের হয়ে বরাবর ভালো খেলে। ও চ্যাম্পিয়ন প্লেয়ার। ব্যাট হাতে দলের পারফর্ম্যান্সে অবদান রাখে। ভালো বল করে। পাওয়ার প্লেতেও বল করার ক্ষমতা রয়েছে। ওর দক্ষতা মেনে নিতেই হয়। তবে এই সবে আমাদের কী এসে যায়! আমাদের কাছে আসল বিষয় হল, ম্যাচের দিনে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কতটা নিজেদের মেলে ধরতে পারছি, সেটাই। আমাদের গেম প্ল্যান থাকে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করার দিকেই আমাদের নজর থাকে। এর বাইরে অন্য কিছু নিয়ে আমরা ভাবি না।’
পরশ মামব্রে অবশ্য বাংলাদেশের বোলিং বিভাগের প্রশংসা না করে পারেননি। বিশেষ করে তাসকিন আহমেদ যেভাবে নিজেকে পরিণত করে তুলেছেন, তাতে অপ্লুত শোনায় ভারতের বোলিং কোচকে।