IPL 2025-র ম্যাচে দুর্ধর্ষ ক্যাচ নিলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রোটিয়াদের এই তালকার দুরন্ত ক্যাচ নিলেন বাউন্ডারি লাইনে। তিনিই মনে করিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স, কেইরন পোলার্ডদের। তাঁরা অতীতে আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন একের পর এক অনবদ্য ক্যাচ নিয়েছেন। এবার তাঁদেরই যেন মনে করালেন ছোট্ট এবি বলে যাকে ডাকা হয়, সেই ব্রেভিস। শশাঙ্ক সিংকে দুর্দান্ত ক্যাচে ফেরান সাজঘরে।
পাথিরানার ওভারে আসে ২০ রান
১৭তম ওভারে পাথিরানার বোলিংয়ে শ্রেয়স এবং শশাঙ্ক সিং মিলে ২০ রান তুলেছিলেন। সেই ওভারেই কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পঞ্জাবের দুই ব্যাটার। এরপর রবীন্দ্র জাদেজা ১৮তম ওভারে বোলিং করতে এলে শশাঙ্ক সিং প্রথম বলে লং অফের দিকে চার মারেন। দ্বিতীয় বলেই জাদ্দুর বিরুদ্ধে তিনি ছয় মারেন, তাতেই রান চেজ হাতে মুঠোয় চলে আসে পঞ্জাবের।
বাউন্ডারি লাইনে দুরন্ত ব্রেভিস
বাকি রানের সংখ্যা আরও কমাতে গিয়ে তৃতীয় বলটিও সজোরে ছয় মারার চেষ্টা করেন শশাঙ্ক, তাঁর শটে কোনও ভুল ছিল না। একটু হয়ত পাওয়ার কম ছিল, কিন্তু তাও সেই বল ছয় হয়ে যেত অনায়াসে। তবে বাউন্ডারি লাইনে দুর্ধর্ষ ফিল্ডিং করেন সিএসকের প্রোটিয়া তারকা ডেওয়াল্ড ব্রেভিস।
তিনবারের প্রচেষ্টায় শশাঙ্ককে ফেরান ব্রেভিস
ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন ব্রেভিস, বল আসছে দেখেই তিনি একদম বাউন্ডারি লাইনের শেষে পৌঁছে যান। এরপর প্রথম সুযোগে বল ক্যাচ ধরে বাউন্ডারি লাইনের মধ্যে রাখেন, নিজের বাউন্ডারিতে ঢুকে গেলেও ফের বল অন ফিল্ডেই রাখেন তিনি। এরপর তৃতীয় চেষ্টায় বল তালুবন্দী করে শশাঙ্ককে সাজঘরে ফেরান তিনি, যা দেখে ডেভিলিয়ার্স-পোলার্ডদের স্মৃতি মনে পড়ে গেল। ১২ বলে ২৩ রানে প্যাভিলিয়নে ফেরেন শশাঙ্ক সিং।
IPL-এ টানা পাঁচ হোম ম্যাচে হার CSKর
IPL-র ইতিহাসে এই প্রথম ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। এদিনের এই হারের পর এবারের আইপিএলের প্লে অফের দৌড় থেকে সরকারিভাবে ছিটকে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় তাঁরা এখনও দশ নম্বরেই রইল।
২০২৩ সালের ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএলে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু এদিনের এই হারের ফলে পরপর দুবার আইপিএলের প্লে অফের উঠতে পারল না তাঁরা। গতবার অন্তত প্লে অফের দৌড়ে সিএসকে শেষ পর্যন্ত ছিল, শেষ ম্যাচে আরসিবির কাছে হেরে তাঁরা আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেছিল। কিন্তু এবার পাঁচ ম্যাচ বাকি থাকতেই তাঁদের বিদায় নিশ্চিত হয়ে গেল লিগ স্টেজ থেকেই।