৩০ এপ্রিলের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে সেদিনই দিঘাতে উদ্বোধন করা হবে জগন্নাথধামের। হবে প্রাণপ্রতিষ্ঠা। একেবারে মেগা ইভেন্ট। সেই অনুষ্ঠানকে একেবারে সর্বাঙ্গ সুন্দর করতে বিরাট উদ্যোগ নেওয়া হচ্ছে। সেজে উঠছে দিঘা। একেবারে অন্যরকম হয়ে গিয়েছে দিঘা। দিঘা স্টেশন থেকে বের হওয়ার পরে আর চেনা যাবে না চারপাশটা। বিপুল খরচ করে চারপাশটা বদলে ফেলা হচ্ছে। সাজানো হচ্ছে চারদিকে। সেই সঙ্গেই থাকছে সুরক্ষার যাবতীয় ব্যবস্থা।
অক্ষয় তৃতীয়ায় এই জগন্নাথ ধামের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কলসযাত্রা হয়েছে শুক্রবার। মঙ্গলশঙ্খ বাজিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে হয়েছে অনুষ্ঠান। কার্যত প্রাণপ্রতিষ্ঠার প্রাক অনুষ্ঠান শুরু হয়ে গেল এই অনুষ্ঠানের মাধ্যমেই।
এসবের মধ্য়েই জগন্নাথধাম নিয়ে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলার মুখ্য়মন্ত্রী। এর আগেও তিনি নানা সময়ে নানা বিষয় নিয়ে গান লিখেছেন।এবার জগন্নাথধাম নিয়ে গান। সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানে লেখা রয়েছে, কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্য়ায়। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।