কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা। একের পর এক নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছে। তারপর গোটা পরিস্থিতিটা বদলে গিয়েছে রাতারাতি।
এদিকে দুই সন্তানের জীবন রক্ষায় ভারতে এসেছিল এক পাকিস্তানি পরিবার। সন্তানের চিকিৎসার জন্য ভারতে আসা ওই পাকিস্তানি নাগরিক দুই দেশের সরকারের কাছে অনুরোধ করেছেন, তাদের দেশে ফিরতে বাধ্য করার আগে তাদের চিকিৎসা শেষ করার অনুমতি দেওয়া হোক।
সম্প্রতি পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সার্ক ভিসা সুবিধা বাতিল হওয়ায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে ওই পরিবার।
টেলিফোনে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দুই পাকিস্তানি শিশুর বাবা জানান, তার ৯ ও ৭ বছর বয়সি সন্তানরা জন্মগত হৃদযন্ত্রের সমস্যায় ভুগছে। তবে ওই বাবার পরিচয় জানায়নি চ্যানেলটি।
'তাদের হার্টের সমস্যা রয়েছে এবং ভারতে উন্নত চিকিৎসার কারণে নয়াদিল্লিতে তাদের চিকিৎসা সম্ভব হয়েছিল। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পর আমাদের অবিলম্বে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে।
হাসপাতাল ও চিকিৎসকরা পরিবারকে সহযোগিতা করলেও পুলিশ ও বিদেশ দফতরের তরফে তাঁদের দ্রুত দিল্লি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ব্যক্তিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, 'আমি সরকারগুলির কাছে আবেদন করছি যে আমার বাচ্চাদের চিকিত্সা সম্পূর্ণ করার অনুমতি দেওয়া হোক কারণ আমরা আমাদের যাতায়াত, থাকা এবং তাদের চিকিৎসার জন্য প্রায় এক কোটি টাকা ব্যয় করেছি।
লাহোরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানে থাকা ১০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন।
এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার প্রায় ১০৫ জন ভারতীয় নাগরিক পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে এসেছেন।
শুক্রবার লাহোরের কাছে ওয়াঘা সীমান্ত দিয়ে আরও বেশি ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন, এবং বেশ কয়েকজন পাকিস্তানিও ভারত থেকে ফিরে গিয়েছেন।
আটারি-ওয়াঘা ক্রসিং ভারতের অমৃতসরকে পাকিস্তানের লাহোরের সাথে সংযুক্ত করে।
সীমান্তে থাকা যাত্রীদের মধ্যে বেলুচিস্তানের সাত সদস্যের একটি পাকিস্তানি হিন্দু পরিবার ছিল, যারা ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল।
ওয়াঘাতে পৌঁছানোর পর অক্ষয় কুমার বলেন, কর্তৃপক্ষের তরফে তাঁদের জানানো হয়েছে যে ভারত সরকার তাঁদের ভিসা বাতিল করেছে।
তিনি বলেন, বেলুচিস্তান থেকে লাহোর যাওয়ার কারণে আমরা এ বিষয়ে অবগত ছিলাম না।
মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ে জঙ্গিরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে।
নিষিদ্ধ পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবার প্রক্সি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) হামলার দায় স্বীকার করেছে।
প্রতিক্রিয়া হিসাবে, সুরক্ষা সম্পর্কিত ক্যাবিনেট কমিটি (সিসিএস) বুধবার নয়াদিল্লিতে বৈঠক করে এবং অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আটারির ইন্টিগ্রেটেড চেক পোস্টটি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়।
পিটিআই ইনপুট সহ