৩০ এপ্রিলের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে সেদিনই দিঘাতে উদ্বোধন করা হবে জগন্নাথধামের। হবে প্রাণপ্রতিষ্ঠা। একেবারে মেগা ইভেন্ট। সেই অনুষ্ঠানকে একেবারে সর্বাঙ্গ সুন্দর করতে বিরাট উদ্যোগ নেওয়া হচ্ছে। সেজে উঠছে দিঘা। একেবারে অন্যরকম হয়ে গিয়েছে দিঘা। দিঘা স্টেশন থেকে বের হওয়ার পরে আর চেনা যাবে না চারপাশটা। বিপুল খরচ করে চারপাশটা বদলে ফেলা হচ্ছে। সাজানো হচ্ছে চারদিকে। সেই সঙ্গেই থাকছে সুরক্ষার যাবতীয় ব্যবস্থা।
অক্ষয় তৃতীয়ায় এই জগন্নাথ ধামের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কলসযাত্রা হয়েছে শুক্রবার। মঙ্গলশঙ্খ বাজিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে হয়েছে অনুষ্ঠান। কার্যত প্রাণপ্রতিষ্ঠার প্রাক অনুষ্ঠান শুরু হয়ে গেল এই অনুষ্ঠানের মাধ্যমেই।
এসবের মধ্য়েই জগন্নাথধাম নিয়ে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলার মুখ্য়মন্ত্রী। এর আগেও তিনি নানা সময়ে নানা বিষয় নিয়ে গান লিখেছেন।এবার জগন্নাথধাম নিয়ে গান। সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানে লেখা রয়েছে, কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্য়ায়। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।
গানের প্রথমদিকটা অনেকটা এই রকম, 'জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় হে। তুমি জগতের পিতা, আমাদেরও পিতা, তোমায় মোদের ভরসা, তোমায় মোদের আস্থা…'লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সেই গানের সঙ্গেই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে জগন্নাথ মন্দির সম্পর্কিত নানা দৃশ্য দেখানো হয়েছে। সেই সঙ্গেই জগন্নাথ মন্দিরকে ঘিরে মমতার একাধিক মিটিং, কলসযাত্রার ছবিকে তুলে ধরা হয়েছে। ড্রোন শটও রয়েছে কয়েকটি।
এদিকে জগন্নাথধাম উদ্বোধনকে ঘিরে একেবারে বিরাট কর্মসূচি দিঘাতে। অধিকাংশ হোটেলেই কার্যত ঠাঁই নেই অবস্থা। পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা যাচ্ছেন দিঘাতে। সুরক্ষার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। দূর দূরান্ত থেকে আসবেন ভক্তরা। তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেটাও দেখা হচ্ছে। সব মিলিয়ে একেবারে সাজো সাজো রব।
তবে মনে করা হচ্ছে দিঘাতে জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠানের আগে থেকেই মমতার এই গান বাজতে পারে। ভক্তদের পাশাপাশি সাধারণ পর্যটকদের মধ্য়েও এই জগন্নাথধামকে ঘিরে প্রবল উৎসাহ তৈরি হয়েছে।
এদিকে জগন্নাথধামে আসা ভক্তদের সুরক্ষার উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। সেখানে যাতে কোনও ত্রুটি না থাকে তার উপর নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রচুর মানুষ আসবেন দিঘার জগন্নাথ ধামে। সেকারণে যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে।