মদ কেনা নিয়ে বিবাদের জেরে গুলি। তাতেই মৃত্যু হল এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১। ঘটনা মালদার মালদার বৈষ্ণবনগরের রাধানাথটোলায়। ঘটনায় অভিযোগের তির নিমাই ঘোষ ও বাপি ঘোষ নামে ২ দুষ্কৃতীর দিকে। এই নিয়ে গত ২৬ দিনে মালদায় ৫ জায়গায় চলল গুলি।জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রাধানাথটোলায় মদ ব্যবসায়ী নিরঞ্জন দাসের বাড়িতে মদ কিনতে যান কয়েকজন ব্যক্তি। সেখানে মদের দাম নিয়ে ২ পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। তখন নিমাই ঘোষ ও বাপি ঘোষ নামে ২ দুষ্কৃতী নিরঞ্জনবাবু ও তাঁর সহযোগী প্রদীপ কর্মকারকে লক্ষ্য করে গুলি চালায়। প্রদীপের বুকে গুলি লাগে। নিরঞ্জনবাবুর গুলি লাগে কাঁধে। ২ জনকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে প্রদীপকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিমাই ঘোষই গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।এই ঘটনায় ফের মালদায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন বারবার সেখানে ছোটখাটো ঘটনায় গুলি চলছে তা নিয়ে প্রশ্ন তুলছেন জেলার বাসিন্দারা। একই সঙ্গে নিরাপত্তার অভাবে ভুগছেন তাঁরা।এদিন গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন আধিকারিকরা। আশঙ্কাজনক অবস্থায় নিরঞ্জনবাবুকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।