Haris Rauf Creates History: রউফ মঙ্গলবার কানাডার বিপক্ষে শ্রেয়স মোভাকে আউট করেই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ১০০তম উইকেট পূর্ণ করেন। সেই সঙ্গে টি২০-তে দ্রুততম ১০০ উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার হওয়ার নজির গড়েন তিনি। শাদাব খানের পর তিনি দ্বিতীয় পাক বোলার, যিনি টি২০-তে ১০০ উইকেট নিলেন।