রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের মুখ্য়সচিবের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। মুর্শি🀅দাবাদে হিংসা মোকাবিলায় কী করেছে সরকার তা জানতে চান তিনি। সেই সঙ্গেই রাজ্যকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত হিংসা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বলা হয়েছে।
সূত্রের খবর, মূলত কী ধরনꦑের ব্যবস্থা নেওয়া হয়েছে সেট👍া জানতে চান তিনি। তবে রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে ক🍷েন্দ্রীয় সরকারও।রাজ্যকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হ��য়েছে কেন্দ্রের তরফেও।
এদিকে সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় ৩০০ জন বিএসএফকেܫ স্থানীয়ভাবে মোতায়েন করা হয়েছ🌠ে। রাজ্য সরকারের অনুরোধে অতিরিক্ত ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব🌊। রাজ্যকে সবরকম স𝓀হযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এদিকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই প𝔍ুলিশের উপর ক্ষোভ মাথাচাড়া দিয়েছে। তাঁদের একাংশের মতে, অশান্তির সময় পুলিশের খোঁজ মেলেনি বহু জায়গায়। কোথাও আবার পুলিশ এলেও তারাও আতঙ্কে ছিল। তবে বিএসএফ আসতেই পরিস্থিতি ঘুরে যায়। বিএসএফ আসতেই বাসিন্দাদের মধ্য়ে স্বস্তি ফেরে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী আসার খবরে খুশি স্থানীয় বাসিন্দাদের অনেকেই।