বেজিংয়ের স্বার্থে আঘাত করে কোন দেশ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না করে। বিশꦺ্বকে এমনই হুঁশিয়ারি দিয়েছে চিন। চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক দেশ পরষ্পরের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে। একই সঙ্গে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ বিশ্ব বাজারে শোরগোল ফেলে দিয়েছে।
বিশ্বের বাকি সব দেশের পণ্যে আপাতত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু চিনের পণ্যে শুল্কের পরিমাণ ধার্য করা হয়েছে ১৪৫ শতাংশ, যা প্রায় ধরাছোঁয়ার বাইরে। পাল্টা বেজিংও মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে যে সমস্ত দেশ সমঝোতার পথে হাঁটার পরিকল্পনা করছে, তাদের সতর্ক করেছে চিন। সোমবার চিনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদায় পরামর্শের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিরোধ মেটানোর প্রচেষ্টাকে বেজিং সম্মান করে। তবে যদি কোন পক্ষ তাদের স্বার্থের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যায়, তাহলে চিন এর তীব্র বিরোধিতা করবে।’ (আরও পড়ুন: ভারতীয় পোশাকে ‘মামাবাড়িতে’ ঊষার ৩ সন♕্তান, জেডি ভান্সদের স্ব🌱াগত জানালেন বৈষ্ণব)
চিনের বাণিজ্য মন্ত্রকের একজন মুখপাত্র বলেন, ‘যদি কোন দেশ বেজিংয়ের স্বার্থবিরোধী চুক্তি করে, তাহলে চিন শক্তভাবে ও পাল্টা🐓 ব্যবস্থা গ্রহণ করবে।' তিনি আরও বলেন, ' মার্জিন যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সমতা’র নামে সব বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছে এবং একতরফাভাবে সবাইকে ‘পাল্টা শুল্ক’ আলোচনায় বাধ্য করছে।চিনের বাণিজ্য মন্ত্রক আরও জানিয়েছে, বেজিং তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সক্ষম। পাশাপাশি, সব অংশীদারের সঙ্গে সংহতি জোরদারে চিন আগ্রহী।
আরও পড়ুন: পাকিস্তানি হ♎িন্দু মন্ত্রী খ꧙েয়াল দাসের ওপর হামলা,সেন প্রধানের বিদ্বেষ ছড়ানোর ফল?
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন আবারও নতুন করে অন্য দেশগুলিকে চিনের সঙ্গে বাণিজ্য সীমিত করার চাপ দিচ্ছে, যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় পেতে পারে। পাশাপাশি ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে শুল🦄্ক ছাড় পেতে আগ্রহী দেশﷺগুলির ওপর চাপ দিচ্ছে যেন তারা চিনের সঙ্গে বাণিজ্য কমায়, এমনকি প্রয়োজনে আর্থিক জরিমানারও মুখে পড়তে পারে।