Supreme Court Collegium: কেন্দ্রের অমতকে উপেক্ষা, ফের দুই বাঙালি আইনজীবীকে বিচারপতি নিযুক্ত করতে সুপারিশ SC কলেজিয়ামের
2 মিনিটে পড়ুন Updated: 20 Jan 2023, 10:10 AM ISTকলকাতা হাই কোর্টের বিচারপতি পদে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় এবং শাক্য সেনকে দ্রুত নিয়োগ করার জন্য ফের একবার কেন্দ্রকে সুপারিশ পাঠাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এদিকে সমকামী আইনজীবী সৌরভ কৃপালকে দিল্লি হাই কোর্টের বিচারপতি পদে নিয়োগ করার প্রক্রিয়াকেও দ্রুত সম্পন্ন করতে বলেছে সুপ্রিম কলেজিয়াম।
ফাইল ছবি, সৌজন্যে বিপ্লব ভুঁইঞা/হিন্দুস্তান টাইমস