ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহেই বুল রানের আবির্ভাব ঘটল দেশের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ১০০০ পয়েন্টের লম্বা লাফ দিল সেনসেক্স। আর শেয়ার বাজারের মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, এবার হয়তো লক্ষ্মীলাভ হতে চলেছে বাজারে।
আরও পড়ুন-পহেলগাঁও জঙ্গি হামলায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়, সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান
রিপোর্ট অনুযায়ী, সোমবার শেয়ার বাজার খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স বেড়েছে ১ হাজার ৫ পয়েন্টে বা ১.২৬ শতাংশ। এর জেরে ৮০২১৮.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি৫০ বেড়েছে ২৮৯.১৫ পয়েন্ট বা ১.২০ শতাংশ। এই বৃদ্ধির পর নিফটি৫০ সূচক বেড়ে হয়েছে ২৪,৩২৮.৫০ পয়েন্ট।এদিন দুই স্টক এক্সচেঞ্জের স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্সগুলিও পজিটিভে রয়েছে। নিফটি আইটি ছাড়া সমস্ত সেক্টরাল সূচক বেড়েছে। এই সামগ্রিক বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেট কোম্পানিগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজেশন ৩ লক্ষ কোটি টাকা বেড়ে হয়েছে ৪২৫ লক্ষ কোটি টাকা।
আরও পড়ুন-পহেলগাঁও জঙ্গি হামলায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়, সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান
১১ এপ্রিল থেকে সাত দিন ধরে সেনসেক্স উঠেছিল মোট ৬২৬৯ পয়েন্ট। অনেক দিন বাদে পৌঁছেছিল ৮০ হাজারে। কিন্তু গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার পরেই ঘটে ছন্দপতন। জঙ্গিহানা এবং তাকে ঘিরে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি আটকে দেয় বাজারের উত্থানের পথ। ফের মাথা তুলল সেনসেক্স। ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই বৃহস্পতিবার ও শুক্রবার ৯০৪ নেমে ৭৯,২১৩ হয় সেনসেক্স। অনিশ্চয়তা নিয়েই সোমবার শুরু হয় ট্রেন্ডিং। তবে ভারতীয় অর্থনীতি যে রকম পোক্ত, তাতে বড় ক্ষত তৈরি হবে না বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।