কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ, নিরস্ত্র পর্যটকদের ওপর জঙ্গিদের নৃশংস হানার ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়ছে দেশ। স্বজনহারার কান্না, আর্তনাদ দেশের নানান প্রান্তে। ক্ষোভ, ক্ষতের রেশ, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছেছে। সদ্য লন্ডনের রাস্তায় নেমে, পাকিস্তানের হাইকমিশনের সামনে বিক্ষোভে নামেন প্রবাসী ভারতীয়রা। সেই সময়ই পাকিস্তানের তরফে ইউকেতে মোতায়েন সামরিক অফিসারের এক অঙ্গভঙ্গি কাড়ে নজর।
দেখা যায়, লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের বিল্ডিং এর বারান্দা থেকে সেখানের এক সামরিক অফিসার দাঁড়িয়ে রয়েছেন হাতে অভিনন্দন বর্তমানের পোস্টার নিয়ে। উল্লেখ্য, এই বায়ুসেনার তাবড় অফিসার এই অভিনন্দন বর্তমানকেই পাকিস্তানের মাটি থেকে তাবড় কূটনৈতিক চালে ভারত ঘরে ফিরিয়ে আনে। এদিকে, বর্তমানে পাকিস্তানে ভুলবশত চলে গিয়ে সেদেশে আটকে রয়েছেন এক বিএসএফ জওয়ান। এই পরিস্থিতিতে অভিনন্দন বর্তমানের পোস্টার হাতে নিয়ে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের ভবনের বারান্দা থেকে পাক সামরিক অফিসারের অঙ্গভঙ্গি রীতিমতো তাৎপর্যপূর্ণ। সেখানে পাকিস্তানি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন ভারতীয়রা। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ জানান তাঁরা। তখন অভিনন্দর বর্তমানের পোস্টার হাতে নিয়ে , অন্য হাত দেখিয়ে, গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করেন ওই পাক সামরিক অফিসার। এই অঙ্গভঙ্গি দিয়ে তিনি কোন বার্তা দিতে চেয়েছেন? প্রশ্ন থেকে যাচ্ছে। জানা গিয়েছে, পাকিস্তানের ওই অফিসারের নাম কর্নেল তৈমুর রাহাত। তাঁর গলা কাটার অঙ্গভঙ্গির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।
( আরও পিছিয়ে যেতে পারে ডিএ মামলা? শীর্ষ কোর্টে কবে উঠতে পারে কেস! হতাশ সরকারি বহু কর্মী!)
( কাশ্মীরে ফের পর পর জঙ্গির বাড়ি ধূলিস্যাৎ! জোরকদমে শুরু অ্যাকশন, শহিদ আহমেদ, আহসান হক কারা?)
( কাশ্মীর সীমান্তে ফের পাকিস্তানি সেনার গুলিবর্ষণ! মোক্ষম জবাব ভারতের, কুলগামে পুলিশের ধরপাকড়, ধৃত ২)
এদিকে, লন্ডনে এই বিক্ষোভের স্থল থেকে পাকিস্তানকে ‘সন্ত্রাসের কারখানা’ বলে উল্লেখ করেন প্রতিবাদীরা। অনেকেই দাবি তোলেন,'পাকিস্তানের জন্য আমাদের ২৬ জন মারা গিয়েছেন।' ক্ষোভে ফেটে পড়েন বহু প্রতিবাদী। প্রতিবাদের মিছিলে দেখা যায় এক ভারতীয়-ইহুদী ব্যক্তিকেও। তিনি বলেন,' এখানে আমাদের বড়সড় ইহুদী গোষ্ঠী রয়েছে, আমরা সবসময় ভারতকে সমর্থন করি।' এই গোটা বিক্ষোভ পর্বের মধ্যে পাকিস্তানি সামরিক অফিসারের অঙ্গভঙ্গি আন্তর্জাতিক আঙিনায় সেদেশের অবস্থান, মনোভাবকে আরও স্পষ্ট করে দিল।