নব্বইয়ের দশকে শাহরুখের লিপে অভিজিৎ ভট্টাচার্যের গান মানেই তা সুপারহিট। শাহরুখের কণ্ঠে পর পর গান ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, ‘আই অ্যাম দ্য বেস্ট’-র মতো সফল গান গেয়েছেন বাঙলি গায়ক। কিন্তু এই হিট জুটিতে শুধু ভাঙন ধরেনি, বরং তিক্ত হয়েছে দুজনের ব্যক্তিগত সম্পর্কও। আরও পড়ুন-‘আমার মধ্যে বেঁচে থাকবে..’, ২২ দিনের লড়াই শেষ! নতুন বছরেই মৃত্যুশোকে কাতর রণিতা
গায়ক অভিজিৎ ভট্টাচার্য এবং অভিনেতা শাহরুখ খানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আবার সামনে এসেছে, গায়ক অভিনেতাকে নতুন করে কটাক্ষ করে বসলেন। অভিজিৎ বিদ্রুপের সুরে বলেন, শাহরুখ তাঁর সমস্ত নিজেই গান গাইতে পারেন, কারণ অভিনেতা শেষ পর্যন্ত সব হিটগুলির জন্য সমস্ত কৃতিত্ব পান, গায়ক নন।
বলিউড ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎকে প্রশ্ন করা হয়, শাহরুখ খানের জন্য গান আবারও গাইতে রাজি কিনা? তিনি বিশেষ পাত্তা না দিয়ে বলেন, ‘মানুষ এটা নিয়ে বাড়িয়ে কথা বলে’।
তিনি বলেন, 'এই পার্থক্যগুলো সামনে আসা জরুরি ছিল। তা না হলে লুঙ্গি ড্যান্স থাকবে কী করে? উনি যদি প্রোডাকশন করতে পারেন, তিনি নিজের মিউজিকও দিতে পারবেন এবং গাইতে পারবেন নিশ্চিতভাবে; কারণ লোকে আমার গানগুলিকে 'শাহরুখ খানের গান' বলে। আমরা মারামারি করছি না। কিন্তু এই ক্ষুদ্র ট্রোলগুলির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যারা কিংবদন্তিদের নিয়ে কেচ্ছা করতে ছাড়ে না'।
শাহরুখের জন্য গান গেয়ে তিনি যে অসাধারণ সাফল্য পেয়েছেন, তা কীভাবে সামলেছেন তা নিয়েও প্রশ্ন করা হয় গায়ককে। এর উত্তরে অভিজিৎ বলেন, ‘হ্যাঁ। সেই সময় আমার মাথা খারাপ হয়ে যায়। ইয়েস বসের পর আমার মাথা খারাপ হয়ে গেল। আমি খুব সিলেক্টিভ হয়ে গেলাম। আমি শুধু উচ্চমানের গানগুলো করতাম। আমি প্রায়শই বিশ্রী পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মিথ্যা বলতাম। হয়তো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু শাহরুখের কণ্ঠস্বর হওয়ার ব্যাপারে আমি খুবই অনুগত ছিলাম।’
শাহরুখের সঙ্গে সম্পর্কে চিড়
অভিজিৎ অনেক হিট দেওয়া সত্ত্বেও শাহরুখের হয়ে দীর্ঘদিন প্লে-ব্যাক করেননি গায়ক। ওম শান্তি ওমে-র পর কখনও অভিজিৎ-কে গাইতে শোনা যায়নি বাদশার হয়ে। সম্প্রতি ডুয়া লিপা-র মুম্বই কনসার্টে বিতর্ক তৈরি হয় অভিজিৎ-এর গান নিয়ে। শাহরুখ খানের বাদশা ছবির জনপ্রিয় গান ‘ওহ লাড়কি জো সবসে অলগ হ্যায়…’-এর ম্যাশ আপে পারফর্ম করেন ডুয়া। শাহরুখের গানে ডুয়া নেচেছেন বলে লাফালাফি হয় সোশ্যাল মিডিয়ায়, সেই নিয়েই চটে যান অভিজিৎ।