কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এই ছাপোষা সাধারণ মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে, মাকেও জানিয়ে দিয়েছি (মুখে চাপা দিয়ে হাসির ইমোজি)।'
তাঁর ক্যাপশনের এই অংশটুকু দেখে অনেকেই মনে করতে পারেন অভিনেতা বুঝি সত্যি প্রেমে পড়েছেন। যদিও এই ক্যাপশনের সঙ্গেই লেখা ছিল যে, ‘সবাই দেখো তুই আমার হিরো সিরিয়াল’। এরপর সায়কের পোস্ট ঘিরে নানা খবরও হয়। আর এবার ভিডিয়ো দিয়ে, তাতেই আপত্তি তুললে তিনি।
আরও পড়ুন- পাকিস্তানের সীমা হায়দার ‘ভারতের বৌমা’, ওকে দেশে থাকতে দিন! সরকারের কাছে আর্জি জনপ্রিয় বলি নায়িকার
রবিবার ফেসবুক ভিডিয়োতে সায়ককে বলতে শোনা যায়, ‘এই ছাপোষা মানুষটাকে আমার পছন্দ… লিখেছিলাম ফেসবুকে। আমার সিরিয়ালেরই ডায়লগ। সেটাই লিখেছি। সঙ্গে এটাও লিখেছি যে সবাই দেখো তুই আমার হিরো সিরিয়াল। সেটা নিয়ে এত খবর, বলা ভালো জালি খবর বানানো হয়েছে যে, সায়ক মনের মানুষ খুঁজে পেল, রাতপরী খুঁজে পেল, অমুক-তমুক। আপনারা এসবে কান দেবেন না প্লিজ…’
আরও পড়ুন- মাধুরীর ঠোঁটে কামড়, চুমু থামাতে পারছিলেন না বিনোদ খান্না, বেরোতে থাকে রক্ত, কোন ছবিতে ঘটে এমন ঘটনা?
অভিনেতা আরও বললেন, ‘আমার জীবনে এখন কোনো প্রেম ভালোবাসা নেই। আমি চাই অবশ্যই। মাঝে মাঝে মনে হয় প্রেমটা এখন হওয়া দরকার। কিন্তু আমি ফিল করি, দুটো জিনিস একসঙ্গে হয় না। আমার বিশ্বাস, হয় তুমি প্রেম পাবে মন দিয়ে,নয় কাজ পাবে মন দিয়ে। আমার মনে হয় যেন, দুটো হয় না একসঙ্গে। যাকেই দেখি, তারই প্রেমে সমস্যা। এসব শুনলে মনে হয়, থাক বাবা, কাজটাই করি মন দিয়ে। ১ বছর হাতে কোনো কাজ ছিল না। আপনাদের অনুরোধেই আবার ফেরা।’
আরও পড়ুন- সিরিয়ালে ফিরলেন শ্রীময়ী, কাঞ্চন ব্যস্ত বিধায়ক ডিউটিতে! কার কাছে থাকছে তাহলে ৫ মাসের কৃষভি?
তাহলে কি সায়ক প্রেম করতেও চান না? ভিডিয়োর শেষে নিজেই দিয়ে দিলেন জবাব। বললেন, ‘এমন নয় কোনো প্রোপোজাল পাই না। অনেকেই ফেসবুকে, ইনস্টায় ম্যাসেজ করে। আমার মনে হয়, আবার নতুন করে নিজেকে চেনাব জানাব। প্রেম হবে। তারপর আবার থাকবে না। তার চেয়ে ভালো বাড়িতে বসে পরিবারের সঙ্গে সময় কাটাই। আমার খুব ভালো সময়ও কাটে বাড়িতে। হয় শ্যুটিং, না হলে বাড়ি।’