ভাইকে হারালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সদ্য বিয়ে করেছেন, ছেলের মা হয়েছেন। সাজানো সংসার, একগুচ্ছ পরিকল্পনা। কদিন আগেই, ধুমধাম করে একমাত্র ছেলের অন্নপ্রাসন করার কথা ভাগ করে নিয়েছিলেন। এরই মাঝে বড় অঘটন পরিবারে।
ভাইয়ের ছোট ও বড়বেলার ছবি শেয়ার করে রূপসা লিখলেন, ‘আমার ভাই (ব্রোকেন হার্ট ইমোজি), আই লাভ ইউ বাচ্চা। তুই আমার ডুগ্গুর হিরো হয়ে থাকবি সারাজীবন। আমার পুরো ছোটবেলাটা তোর সঙ্গে চলে গেল। একসঙ্গে বুড়ো হওয়াটা আর হল না। আমাদের সব গল্পগুলো তোর ভাগ্নেকে বলব। আবার দেখা হবে রুদ্র। আমার রোমিও রুদ্র। তোর পাগলামিগুলো আমাদের সঙ্গে রয়ে গেল। তোর ট্যাটু কাম্মা তোকে খুব ভালোবাসে। আমি জানি, তুই জানিস।’
অভিনেত্রী নিজের বক্তব্যে আরও জোড়েন, ‘ওনি মণি এখন থেকে আমারদায়িত্ব, তুই একেবারে চিন্তা করিস না। আর কারও সঙ্গে মারপিট ঝগড়া করব না। প্রমিস। আজ বৃষ্টি হচ্ছে। তোর সঙ্গে নৌকা বানানোটা খুব মনে পড়ছে। আমার তো কিছুই মনে থাকে না। সব তুই মনে করিয়ে দিতিস। আজ থেকে আর কিছুই মনে করাতে হবে না। ভালো থাক ভাই। রাধাস্বমী (হাত জোড় করার ইমোজ)।’
রূপসার এই পোস্ট দেখে, মন ভেঙেছে তাঁর অনুরাগীদেরও। একাধিক লোক জানতে চান, কীভাবে এত অল্প বয়সে মারা গেল অভিনেত্রীর ভাই। অনেকে এই কঠিন সময়ে মন শক্ত রাখার পরামর্শও দিয়েছেন। অনেকে করেছেন রূপসার ভাইয়ের আত্মার শান্তি কামনা।
২০২৩ সালের ডিসেম্বর মাসে সামাজিক বিয়ে করেন রূপসা ও সায়নদীপ। এরপর মাসখানেকের মধ্যেই ২০২৪-এ জন্ম হয় তাঁদের একমাত্র পুত্র সন্তানের। সদ্য ৬ মাস পূর্ণ করেছে ডুগ্গু ওরফে আদিদেব। অভিনেত্রী জানিয়েছিলেন, পরপর অনুষ্ঠান বাড়িতে। আর সকলেই সেসব নিয়ে মেতে রয়েছে। দুই বাড়ি থেকে (অভিনেত্রী নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি) দেওয়া হবে অন্নপ্রাসন, আপাতত তারই প্রস্তুতি চলছে। এরই মাঝে বড় দুঃসংবাদ ভাগ করলেন রূপসা।
কাজের সূত্রে, বিনোদিনী সিনেমায় শেষ দেখা গিয়েছে রূপসাকে। আজকাল অভিনয় থেকে নিয়েছেন সামান্য বিরতি। তবে ডেইলি ভ্লগ দেন সোশ্যাল মিডিয়াতে। তিনি, তাঁর ছেলে, পরিবারের সকলে কী করছেন, সবই থাকে সেইসব ভিডিয়োতে।