১৯৯৭ সালে মুক্তি পায় শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত ‘൲কয়লা’। এই সিনেমার গল্প থেকে গান সব কিছুই ফিল্ম সমালোচকদের ভীষণ পছন্দ হয়েছিল, যদিও বক্স অফিসে খুব একটা চমক দেখাতে পারেনি সিনেমাটি। তবে এই ছবির সঙ্গে জড়িয়ে আছে এমন একটি গল্প, যা আজও ভুলতে পারেননি রাকেশ রোশন এবং শাহরুখ খান।
১🐎৯৯৭ সালে যখন ‘কয়লা’ মুক্তি পায়, তখন শাহরুখ একের পর এক দুর্দান্ত ছবিতে অভিনয় করে চলেছেন। সেসময় শাহরুখের জন্য অপেক্ষা করে থাকতেন প্রযোজক থেকে পরিচালক সকলে। ঠিক এই পরিস্থিতিতেই তৈরি হয়েছিল কয়লা, যা পরিচালনা করেছিলেন রাকেশ রোশন।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্📖কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে একটি দৃশ্যে মারাত্মকভাবে আহত হয়েছিলেন শাহরুখ। কিং খান চেয়েছিলেন অমিতাভ বচ্চন যেভাবে ‘কুলি’ ছবিতে আহত হওয়ার পর সেই দৃশ্য বন্ধ করে দে💝ওয়া হয় এবং সকলে জানতে পারে কীভাবে অভিনেতা আহত হয়েছিলেন, ঠিক সেই ভাবেই এই ছবিতেও তেমনই কিছু করতে।
‘কয়লা’ ছবির ‘ঘুঙতে মে চান্দা হ্যায়’ গানটি শ্যুট করার সময় শাহরুখের পায়ে গুরুতর আঘাত লাগে, যার ফলে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। আঘাত পাওয়ার পর শাহরু෴খ পরিচালককে বলেছিলেন, গানের দৃশ্যটি বন্ধ করে ফ্ল্যাশ অ্যালার্ট করার কথা, যাতে সকলেই জানতে পারেন গানটি শ্যুট করার সময় শাহরুখ আহত হয়ে🍨ছেন।
আরও পড়ুন:📖 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তস🙈লিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশꦫাদ?
শাহরুখ এমনটা চাইলেও সেখানে বাধা দেন রাকেশ রোশন। রাকেশ চাননি, শাহরুখ অমিতাভ বচ্চনকে নকল করুন। ঠিক সেই কারণেই শাহরুখের দাবি মানতে নারাজ ছিলেন রাকেশ। প্রথমে এই বিষয় নিয়েജ কিছুটা মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায়।
যদিও, ‘কয়লা’ ছবির জন্য প🤪্রথমে বেছে নেওয়া হয়েছিল সানি দেওলকে। কিন্তু সানির মনে হয়েছিল রাকেশ রোশন তাঁকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবেন না, তাই তিনি ছবি থেকে সরে দাঁড়ান। পরে এই ছবির নায়ক হন শাহরুখ। যদিও বক্স অফিসে খুব একটা ভালো সফলতা অর্জন করতে পারেনি সিনেমাটি।