BCCI Women's selection committee picked 15-member squad: ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্টার ব্যাটার হরমনপ্রীত কৌর ফের নিজের দায়িত্বে ফিরছ⛦েন। ভারতের মহিলা দলের অধিনায়ক হিসেবে ফিরছেন হরমন। শ্রীলঙ্কায় চলতি মাসের শেষে শুরু হবে ওডিআই ট্রাই-সিরিজ, সেখানেই দায়িত্ব পেতে চলেছেন হরমনপ্রীত কৌর। জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা সিরিজে বিশ্রামে থাকায় হরমনপ্রীত কৌর খেলেননি। এবার আবার হরমন ম্যাজিক দেখা যাবে। বিসিসিআই-এর মহিলা নির্বাচন কমিটি এই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মন্ধনা।
এপ্রিল ২৭ থেকে মে ১১ পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ভারতের পাশাপাশি অংশ নিচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ২৭ এপ্রিল ভারতের প্রথম ম্যাচ শ্র𓄧ীলঙ্কার বিরুদ্ধে। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে — অর্থাৎ, ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাটে মোট চারটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ, এটি অনুষ্ঠিত হবে ১১ মে।
সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারতীয় পেসার রেণুকা সিং ঠাকুর ও তিতাস সাধুর চোট থাকায় তাঁদের নির্বাচনের জন্য বিবেচনা করা হয়নি, বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে। এই দলে প্রথমবার ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। কাশভী গৌতম, শ্🉐রী চরনী ও শুভি উপাধ্যায় এই দলে ডাক পেয়েছেন।
আরও পড়ুন … IPL 20🧜25 MI vs RCB: রোহিত শর্মা বোল্ড হতেই স্ত্রী রীতিকার হৃদয়ভাঙা প্রতিক্রিয়া! ভাইরাল সেই মুহূর্ত
উল্লেখযোগ্যভাবে𒅌, জানুয়ারি ১০-১৫ তারিখে আয়োজিত আয়ারল্যান্ড সিরিজে (যেখানে ভারত ৩-০ ব্যবধানে জিতেছিল) বিশ্রামে ছিলেন হরমনপ্রীত। সেই সিরিজে দলনায়ক ছিলেন স্মৃতি মন্ধনা এবং সহ-অধিনায়ক ছিলেন দীপ্তি শর্মা। ডি൩সেম্বর ২০২৪-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা সিরিজে হাঁটুতে চোট পান হরমনপ্রীত, যে কারণে শেষ দুইটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলতে পারেননি। পরে তিনি তিনটি ওডিআই ম্যাচে মাঠে নামেন।
আরও পড়ুন … IPL 2025: ইডেন, চিপকের পরে এবার 🙈ও🤪য়াংখেড়েতেও জয়! ১৩ বছর আগে পঞ্জাব যা করেছিল, সেটাই করল রজতের RCB
এর আগে, অক্টোবর ২০২৪-এ পাকিস্তানের বিরুদ্ধে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হরমনপ্রীত কৌরের গলায় চোট লাগে। তবে সম্প্রতি হরমনপ্ꦺরীতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ানস মহিলা দল উইমেনস প্রিমিয়ার লিগের (WPL) শিরোপা জিতেছে। পেসার রেণুকা সিংকেও আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। তিন ম্যাচে নিয়েছিলেন ১০টি উইকেট। অতীতে তাঁর পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যা ছিল।
আরও পড়ুন … IPL 2025 KKR vs 🐬LSG: ইডেনের পিচে গ্রাউন্ড স্টাফরা জল🍸 দিলেন! কেন ম্যাচের আগে রোলার চালানো হল?
ভারতীয় দল:
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হরলিন দেওল, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উ꧑ইকেটকিপার), দীপ্তি শর্মা, অমনজ্যো কৌর, কাশভী গৌতম, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, তেজাল হাসাবনিস💃, শ্রী চরনী, শুভি উপাধ্যায়।