Umesh Yadav on Team India Selection: বর্তমানে ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যদিও এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে, তবু এখনও সিরিজের তিনটি ম্যাচ খেলা বাকি রয়েছে। এখনও সিরিজ ১-১ সমতায় রয়েছে। ফলে বাকি তিনটি ম্যাচ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের জন্যই শনিবার দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে মুকেশ কুমার, আকাশ দীপের মতো তরুণরা সুযোগ পেলেও নেই উমেশ যাদবের নাম। চলতি রঞ্জি ট্রফিতে ভালো করেও দলে জায়গা না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের হতাশাকে তুলে ধরেছেন উমেশ যাদব।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিসিসিআই, ১০ ফেব্রুয়ারি শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের বাকি তিনটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করলেও দলে নাম না দেখে হতাশ ফাস্ট বোলার উমেশ যাদব। উমেশ যাদব নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা। উমেশ যাদব ভারতের হয়ে তার শেষ টেস্ট খেলেছিলেন ৭ জুন ২০২৩ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচটিতেই ভারতের জার্সি গায়ে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। এর পর টিম ইন্ডিয়ায় সুযোগ পাননি তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণার পর উমেশ যাদব তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বইয়ে ধুলো জমতে পারে, তবে সেই বইয়ের গল্প শেষ হয় না।’ উমেশ যাদবের এই পোস্টটি দেখায় যে তিনি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে টিম ইন্ডিয়াতে ফেরার আশা করেছিলেন। তবে দলে নিজের নাম দেখতে পেয়ে উমেশ যাদব বেশ হতাশ হয়েছেন। ভারতের মাটিতে উমেশ যাদবের পারফরম্যান্স বেশ চিত্তাকর্ষক। রঞ্জি ট্রফির এই মরশুমে খেলা চারটি ম্যাচে উমেশ যাদব এখনও পর্যন্ত ১৯টি উইকেট শিকার করেছেন। এরপরেও দলে নিজের নাম দেখতে না পেয়েই হতাশ হয়ে এমন পোস্ট করেছেন উমেশ যাদব।
উমেশ যাদব ভারতের হয়ে খেলা ৫৭টি টেস্ট ম্যাচে ৩০.৯৫ গড়ে ১৭০টি উইকেট নিয়েছেন। যেখানে এই উইকেটগুলির মধ্যে ১০১টি ভারতের মাটিতে নিয়েছেন তিনি। ২৫.৮৮ গড়ে এই উইকট শিকার করেছেন তিনি। ঘরের মাঠে উমেশ যাদবের পারফরম্যান্স বেশ চমৎকার।
ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন ম্যাচের জন্য ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।