শুক্রবার রাতে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমন। ভাইরাল এই অডিয়ো ক্লিপটি হল এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের। যেখানে ওই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছে কবীর সুমনকে। তারপরেই বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠে এসেছে। এ নিয়ে এবার সরব হলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি টুইট করে লিখেছেন, 'যে অডিয়োটি ঘুরছে, সেটি যদি কবীর সুমনেরই হয়, তাহলে তা অতি আপত্তিকর এবং তীব্র প্রতিবাদযোগ্য। এর জন্য ক্ষমা চাওয়া উচিত, না চাইলে ব্যবস্থা হওয়া উচিত। জনপ্রিয় গায়ক বা প্রতিভাধর বুদ্ধিজীবী হলেই এসব বলা যাবে, এটা হতে পারে না।' যে অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে বাচনভঙ্গি এবং গলার স্বর হুবহু কবীর সুমনের মতই। এই ক্লিপ প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে কবীর সুমনের বিরুদ্ধে। সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা কল্যাণ চৌবে কবীর সুমনের বিরুদ্ধে মুচিপাড়া থানায় এফআইআর করবেন বলেও শোনা যাচ্ছিল। সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। তিনি জানিয়েছিলেন, 'অসভ্য ভাষায় গালিগালাজ করা ও বাঙালি জাতির প্রতি ঘৃণার প্রতিবাদে কবীর সুমনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।' উল্লেখযোগ্যভাবে, শনিবারই নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন কবীর সুমন। যেখানে তিনি ঠিকই করেছেন বলে দাবি করেছেন। তিনি আরও লিখেছেন, 'সারা দুনিয়ার সাংবাদিক, সংবাদমাধ্যম নিজেদের ইচ্ছামতো চলে। যার কাছে সংবাদমাধ্যমের নথিপত্র নেই তিনিও নিজের ইচ্ছেমতো চলবেন।’