ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজকে 'জঙ্গি' আখ্যা দিয়ে আক্রমণ শানালেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে 'অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে'র অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেখানেই তিনি বলেন, 'কার্তিক মহারাজকে চেনেন তো? আমার ভয়ে একটা সময়ে চুপচাপ ছিলেন। এই যে মাঝেমধ্যে বেলডাঙায় যে লোকটার জন্য অশান্তি হয়। সে তো একটা আতঙ্কবাদী নিজে। সব সময়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা লাগানোর চেষ্টা করেন।' তিনি আরও বলেন, 'সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে… একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনেও থাকতে পারে।' (আরও পড়ুন: প্রথম পে কমিশনের ন্যূনতম বেতন ছিল ৫৫ টাকা! নয়া পে কমিশনে কত বাড়তে পারে DA-বেতন?)
আরও পড়ুন: RG Kar LIVE: ‘অন্য অপরাধীদের কী হবে?’ আরজি কর মামলায় রায়ের আগে উঠেছে প্রশ্ন
আরও পড়ুন: বাংলাদেশের ভোট নিয়ে জল্পনা তুঙ্গে, পড়শিদের নিয়ে প্রশ্নের মুখে কী বলল ভারত?
এদিকে তৃণমূলের বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার্তিক মহারাজ আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে কার্তিক মহারাজ বলেন, 'এখানে আইপিএস রাজেশ কুমার ছিলেন, জ্ঞানবন্ত সিং ছিলেন, আরও অনেকে ছিলেন। তাঁদের কাছে আমার সম্পর্কে সব তথ্যই রয়েছে। আমি ৫০ বছর ধরে এখানে আছি। আর উনি এখন আমাকে সন্ত্রাসবাদী বলে দিলেন, তাহলে তো আমাকে যে কোনও মুহূর্তে গ্রেফতার করতে পারতেন। এই বক্তব্য নিয়ে আমি আইনানুগ ব্যবস্থা নেব।' (আরও পড়ুন: TMC কাউন্সিলরের 'হাতিবাড়ি বিতর্কে'র আঁচ পুরসভায়, প্রশ্ন উঠল সজলের বাড়ি নিয়েও)
আরও পড়ুন: কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের ৩ দিন পর 'মূল অভিযুক্ত' ধরা পড়ল নিজেরই বাড়ি থেকে