২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প ‘খেলা হবে’-এর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে আসন্ন দুয়ারে সরকারের শিবিরেই? বর্তমান পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার শিবির করবে রাজ্য সরকার। সেই শিবিরেই ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডারদের ‘খেলা হবে’ প্রকল্পে নাম নথীভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।
(পড়তে পারেন। মিটারের ভোগান্তি নয়! এবার হলুদ ট্যাক্সির জন্য অ্যাপ আনছে পরিবহণ দফতর)
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন দীর্ঘদিন ধরে বাংলা ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। অনেক ক্ষোভ-বিক্ষোভ জারি রেখেও কোনও লাভ হয়নি। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জারি রাখার পাশাপাশি পাল্টা রাজ্য সরকারের নিজস্ব ১০০ দিনের প্রকল্প চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পের নাম দেন ‘খেলা হবে।’ দুয়ারে সরকার থেকে সেই প্রকল্পের নাম নথি ভুক্ত হবে। এক আধিকারিক জানিয়েছেন, জব কার্ড থাকা ব্যক্তিদের বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়া হচ্ছে। রাজ্যের ৬৪ লক্ষ কার্ডধারীরা ২৬ দিনের কাজ পেয়েছেন। আরও আড়াই কোটি শ্রমিককে এই কাজে যুক্ত করা হবে। সে কারণে ‘খেলা হবে’ প্রকল্পের নাম নথিভুক্ত হবে দুয়ারে সরকার শিবির। অদক্ষ শ্রমিকরাও বিভিন্ন কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।