বাংলা নিউজ >
দেখতেই হবে >
'ভালো থেকো....', বিয়ের ৬ দিন পরেই পহেলগাঁওতে নৌসেনা অফিসার স্বামীর মৃত্যু, চোখের জলে বিদায় স্ত্রী'র
Updated: 24 Apr 2025, 10:38 AM IST
Laxmishree Banerjee
ভারতের ভূস্বর্গ কাশ্মীরের এক কালো দিন ছিল মঙ্গলবার। এদিন ভূস্বর্গে ভয়ংকর দিনের সাক্ষী থেকেছে বহু। বেঘোরে গিয়েছে প্রাণ। গতকালের হামলার পর, পহেলগাওঁ বৈসরনে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টারে পৌঁছেছিলেন অমিত শাহ। দেখা করেছেন মর্মাহত পরিবারগুলোর সঙ্গে। ওদিকে সদ্য বিবাহিত নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালও প্রাণ হারান পহেলগাঁও সন্ত্রাসী হামলায়। বিদায়ী মুহূর্তে অশ্রুসজল স্ত্রী। সে মুহূর্ত কাঁদাবে আপনাকেও। পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত হয়েছেন বাংলার তিন বাসিন্দাও। দু’জন কলকাতার, একজন পুরুলিয়ার ঝালদার