কাশীতে দুর্গা রূপে হেমা! ফিল্ম ফেস্টিভালের সমারোহে ধ্রুপদী নৃত্যে সত্তোরোর্ধ সাংসদ
উত্তরপ্রদেশের বারাণসীতে তিন দিনের কাশী ফিল্ম ফেস্টিভাল নিয়ে উৎসাহ দেখা যায় এলাকার চলচ্চিত্রপ্রেমী মানুষের মধ্যে। সেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সমারোহ দেখা যায়। অনুষ্ঠানে ধ্রুপদী নৃত্যে অংশ নেন অভিনেত্রী সাংসদ হেমা মালিনী। ৭৩ বছর বয়সী এই বিজেপি সাংসদ তাঁর নৃত্য পরিবেশনায় কার্যত মুগ্ধ করেন সকলকে। উত্তরপ্রদেশের মথুরার সাংসদ হেমা মালিনী দুর্গা রূপে মঞ্চে অবতীর্ণ হন। সেই ছবি তিনি শেয়ার করতেই তা ভাইরাল হয়।