ধারে ও ভারে আয়ারল্যান্ডের তুলনায় শক্তিশালী দল বাংলাদেশ। তার উপরে ঘরের মাঠে খেলতে নেমেছেন শাকিব আল হাসানরা। আয়ারল্যান্ডের মতো দল স্পিনের বিরুদ্ধে ল্যাজেগোবরে হবে, এটাই স্বাভাবিক। তাই মীরপুরের স্পিন সহায়ক পিচে টস জিতলেও আইরিশরা স্কোরবোর্ডে বড় রান তুলতে পারবেন বলে আশা করেননি কেউই।
প্রত্যাশা মতোই প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে সস্তায় বাঁধে বাংলাদেশ। তবে প্রথম দিনের শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে সফরকারী দলের হাতে লড়াইয়ের রসদ নেই, একথা বলা যাবে না। কেননা আয়ারল্যান্ড পালটা ব্যাট করতে নামা বাংলাদেশ শিবিরে শুরুতেই জোড়া ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে, বিনা লড়াইয়ে শাকিবদের ছেড়ে কথা বলবে না তারা।
মীরপুরে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে আয়ারল্যান্ড শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে। ম্যাচের শুরুতেই সাজঘরে ফেরেন দুই আইরিশ ওপেনার মারে কামিন্স ও জেমস ম্যাকালাম। মারে ৫ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন। ১৫ রান করে জেমস এবাদত হোসেনের শিকার হন।
আরও পড়ুন:- CSk vs LSG IPL 2023: 'তুই আমার পুচকি সোনা', গৌতমের ছোট্ট মেয়ের সঙ্গে হাই-ফাইভ ধোনির, মুহূর্তে ভাইরাল আদর জড়ানো ছবি
ক্যাপ্টেন অ্যান্ডি বলবির্নি তিন নম্বরে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের প্রথম শিকার হন। পরে তাইজুল একে একে ফিরিয়ে দেন কার্টিস ক্যাম্ফার (৩৪), পিটার মুর (১), লরকান টাকার (৩৭) ও মার্ক আডায়ারকে (৩২)।
আয়ারল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন হ্যারি টেকটর। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৫০ রান করে মেহেদি হাসান মিরাজকে উইকেট দেন। অ্যান্ডি ম্যাকব্রায়েন ১৯ রান করে এবাদতের বলে মাঠ ছাড়েন। গ্রাহাম হিউম ২ রান করে মেহেদির দ্বিতীয় শিকার হন। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২১৪ রানে।
আরও পড়ুন:- IPL 2023: লুকোচুরি শেষ, চোট পাওয়া ক্রিকেটারকে টিম হোটেলে ডেকে নিয়েও স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হল RCB
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস ২৮ ওভার বল করে ১০টি মেডেন-সহ ৫৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তাইজুল। ২টি করে উইকেট দখল করেন মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন। ১টি উইকেট নেন শরিফুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।