রবিবার টরন্টোতে এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিখ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় সেখানে খলিস্তানের সমর্থনে স্লোগান ওঠে। এরপরই সেই ভাষণ দেওয়ার সময় ট্রুডো 'প্রতিশ্রুতি' দেন, দেশের শিখ সম্প্রদায়ের 'অধিকার এবং স্বাধীনতা' সবসময় 'রক্ষা' করবে তাঁর সরকার।