দুই ছেলেকে নিয়ে মেতে উঠেছেন হৃতিক রোশন, রইল দারুণ সেই সব মজার ছবি Updated: 30 Jan 2022, 04:44 PM IST Rahul Majumder বয়স ৫০ ছুঁইছুঁই হলেও মনের ভিতরে থাকা শিশুটাকে এখনও দিব্যি বাঁচিয়ে রেখেছেন হৃতিক রোশন। অচিরেই তার প্রমাণ পাওয়া যায় যখন নিজের দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তিনি।