বাংলা নিউজ > ঘরে বাইরে > Vijay Mallya ₹14131 Reovery Update: 'কিংফিশারের দেনা ছিল ৬২০৩ কোটি, তবে...', নির্মলার বিরুদ্ধে বিস্ফোরক বিজয় মালিয়া
পরবর্তী খবর
গত মঙ্গলবারই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন, বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে করে ১৪,১৩১.৬ কোটি টাকা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ফিরিয়েছে ইডি। আর অর্থমন্ত্রীর এই বিবৃতির পরই পালটা দাবি করলেন বিজয় মালিয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে বিজয় মালিয়া দাবি করলেন, তাঁর সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের যত টাকা বকেয়া ছিল, তার থেকে বেশি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। (আরও পড়ুন: ডোভাল-ওয়াং বৈঠকের পর ভিন্ন বিবৃতি ভারত-চিনের, 'সহমত' হওয়া নিয়ে 'দ্বিমত' দুই দেশ?)