এসপিজি নিরাপত্তা সরিয়ে নেওয়ার ফল মিলল হাতেনাতে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বাড়ির সামনে গাড়ি থেকে নেমে তাঁর সঙ্গে সেল্ফি তোলার আবদার ধরলেন সাত অপরিচিত ব্যক্তি। সোমবার সংবাদসংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।জানা গিয়েছে, গত ২৬ নভেম্বর দিল্লির লোদী গার্ডেন এস্টেটে প্রিয়াঙ্কার বাড়িতে ঢুকে পড়ার ঘটনায় নেত্রীর নিরাপত্তায় অভাবের অভিযোগ নিয়ে সিআরপিএফ-এর বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস নেত্রীর দফতর।পিটিআই জানিয়েছে, প্রিয়াঙ্কার বাড়ির ফটক দিয়ে ঢুকে বাগান পর্যন্ত পৌঁছে যায় গাড়িটি। গাড়ি থেকে নেমে নেত্রীর দিকে হেঁটে এগিয়ে যায় তিন জন পুরুষ. তিন মহিলা এবং এক কিশোরী। তাঁরা সকলে প্রিয়াঙ্কার সঙ্গে সেল্ফি তোলার জন্য অনুরোধ জানাতে থাকেন।অনাহূত অতিথিদের সঙ্গে অবশ্য আন্তরিক ব্যবহারই করেন নেত্রী। আব্দার মেনে তাঁদের সঙ্গে ছবিও তোলেন। তৃপ্ত হয়ে এরপর তাঁরা বঢরাদের বাড়ি থেকে বিদায় নেন।গত নভেম্বর মাসে গান্ধী পরিবারের দায়িত্ব এসপিজির হাত থেকে সিআরপিএফের হাতে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রিয়াঙ্কার বাড়িতে অপরিচিত মানুষের এ হেন চড়াও হওয়াকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গারে নেমেছে ক্ষিপ্ত কংগ্রেস।ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি বলেন, ‘আমি এখনও বিস্তারিত বিষয় জানি না। আমি গিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।’এসপিজি নিরাপত্তা বেষ্টনী প্রত্যাহার নিয়ে গত ২১ নভেম্বর প্রিয়াঙ্কা মন্তব্য করেছিলেন, ‘এ হল রাজনীতির অঙ্গ। এমন ঘটনা হতেই থাকে।’টানা ২৮ বছর পরে এসপিজি নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে গান্ধী পরিবার। এসপিজি আইনের সাম্প্রতিক সংশোধন অনুযায়ী, এখন ‘জেড’গোত্রের এই নিরাপত্তার সুবিধা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং তাঁর বাসভবনে বসবাসকারী পরিবারের সদস্যদেরই দেওয়া হবে।