আম্বেদকর ইস্যুতে অমিত শাহেরই পাশে থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই নিয়ে মুখ খোলেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে পালটা আক্রমণ শানিয়ে মোদী দাবি করেন, আম্বেদকরকে মুছে ফেলার চেষ্টা করেছে কংগ্রেস। আর অমিত শাহ নাকি কংগ্রেসের সেই রূপটাই তুলে ধরেছেন। কংগ্রেসের রাজনীতিকে 'পচা ইকোসিস্টেম' আখ্যা দিয়ে মোদী বলেছেন, মিথ্যা বলে নিজেদের আগের অপকর্ম লুকোতে পারবে না কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে একহাত নিয়ে নিয়ে তিনি দাবি করেন, কংগ্রেসের কালো ইতিহাসকে তুলে ধরেছেন অমিত শাহ। (আরও পড়ুন: রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ মোদীর, সেখানে ছিলেন শাহও)
আরও পড়ুন: কবে গদি ছাড়তে পারেন ইউনুস? তারিখ উল্লেখ করে বড় আপডেট দিলেন তাঁরই প্রেস সচিব
আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স-এ মোদী লেখেন, 'যদি কংগ্রেস এবং তার পচা ইকোসিস্টেম মনে করে যে তাদের দূষিত মিথ্যায় তাদের কয়েক বছরের অপকর্ম আড়াল হয়ে যাবে তাহলে তারা মারাত্মক ভুল করবে। বিশেষ করে ডঃ আম্বেদকর নিয়ে যা তারা করেছে, তা মুছে যাবে না।!' মোদী আকও লেখেন, 'ভারতের জনগণ বারবার দেখেছে যে কীভাবে একটি বংশের নেতৃত্বে একটি দল ডঃ আম্বেদকরের উত্তরাধিকারকে মুছে ফেলার জন্য সম্ভাব্য সমস্ত নোংরা কৌশলে লিপ্ত হয়েছে। বারবার আম্বেদকর এবং এসসি/এসটি সম্প্রদায়কে অপমান করা হয়েছে।' (আরও পড়ুন: মণিপুরে বিচ্ছিন্নতাবাদীদের থেকে মিলেছে 'স্টারলিঙ্ক'? উদ্ধার ডিভাইস ঘিরে জল্পনা)
আরও পড়ুন: ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডে ২২টি গ্রাম গড়ে তুলেছে চিন, দাবি রিপোর্টে