হাসিনা দেশ ছাড়তেই এবার বাংলাদেশের ইউনুস সরকারের আমলে বাংলাদেশ থেকে পাকিস্তানের জন্য সরাসরি বিমান পরিষেবা চালু হয়ে যাচ্ছে। এদিন, ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছেন ঢাকার ঢাকার উপরাষ্ট্রদূত মাহবুব উল আলম। তিনি দাবি করেন, সরাসরি এই বিমান পরিষেবা চালু হলে দুই দেশের ব্যবসায়িক দিক থেকে নতুন নতুন সুযোগ তৈরি হবে। যা দুই দেশের জন্যই লাভদায়ক।
এক একটি অধ্যায় ছিল বিভীষিকাময়। বহু শহিদের রক্তের বিনিময়ে এসেছিল বাংলাদেশের সেই স্বাধীনতা পর্ব। গোটা পর্ব ঘিরে ছিল মুক্তিযোদ্ধাদের বীরত্বের জয়গান আর পাকিস্তানি সেনার অকথ্য অত্যাচারের ইতিহাস। তবে সেই পর্বের পর এবার বাংলাদেশ খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করতে চলেছে। শুক্রবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই বিমান সফর খুব শিঘ্রই চালু হবে। এই বিমান পরিষেবা চালু হলে দুই দেশের বাণিজ্যিক ক্ষেত্র উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
( Shanidev Astrology: শনিদেবের মীনে প্রবেশের সময়ই ভাগ্যে সোনার চমক বহু রাশির, লাকিদের তালিকায় কি আপনিও?)
( দিল্লির মুখে ‘চুন-কালি পড়বে'.. ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, বাংলাদেশে নয়! মমতাকে কটাক্ষ ইউনুসের উপদেষ্টার)
(Muhammad Yunus: ‘এখন নতুন কথা, হামলা হচ্ছে.. খোঁজ নিচ্ছি, ভিতরে গিয়ে দেখতে হবে সত্যিটা’, ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠকে ইউনুস)