দ্বিতীয় বার মা হলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি এবং তাঁর সংসারে এসেছে তাঁদের ছেলে অকায়। ভালোবাসার মাসে ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে সে। তার জন্মের পাঁচদিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার জন্মের খবর ভাগ করে নেন বিরুষ্কা। প্রকাশ্যে আনেন তার নামও। তাঁদের ছেলে লন্ডনে জন্মেছে। কিন্তু সে কি পাবে সেখানকার নাগরিকত্ব?
বিরাট এবং অনুষ্কার ছেলে অকায় কি পাবে ব্রিটিশ নাগরিকত্ব?
বিরাট এবং অনুষ্কার মেয়ে ভামিকা এখন দিদি। তার ছোট্ট ভাই হয়েছে। লন্ডনে জন্মেছে অকায়। তার জন্মের পর বিরাট এবং অনুষ্কাকে তাঁদের ভক্তরা থেকে শুরু করে বন্ধুরা শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন। কিন্তু এসবের পাশাপাশি সবার মনে একটি প্রশ্ন উঁকি দিচ্ছে। যেহেতু অকায় লন্ডনে জন্মেছে সেহেতু সে কি ব্রিটিশ নাগরিকত্ব পাবে? কী করলে এই নাগরিকত্ব পাওয়া যায়?
আরও পড়ুন: 'দারুণ ভালো...' দিদি নম্বর ওয়ানে অংশ নিয়েই খুশিতে ডগমগ মমতা, মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কী বললেন বিজেপি নেতা সুকান্ত?
আরও পড়ুন: 'সুপারহিট!' সৌরভের কীর্তিকে কুর্নিশ, আস্ত লর্ডস স্টেডিয়ামের রেপ্লিকা বানিয়ে দাদাগিরিতে উপহার দাদাকে!
সাধারণত যে যেই দেশে জন্মগ্রহণ করে সে সেই দেশেরই নাগরিকত্ব পায়। কিন্তু সেক্ষেত্রে বাবা বা মাকে কাউকে একজনকে সেই দেশের নাগরিক হতেই হয়। কিন্তু দেশ অনুযায়ী এই নিয়মের ফারাক তো হয়েই থাকে। ঠিক তেমন ভাবেই যেহেতু বিরাট এবং অনুষ্কা দুজনেই ভারতীয় এবং কেবল মাত্র চিকিৎসার জন্য বা বলা ভালো সন্তান হওয়ার জন্য লন্ডনে গিয়েছেন সেহেতু অকায় ব্রিটিশ নাগরিকত্ব পাবে না।
আসলে কেউ বিদেশে গিয়ে সন্তানের জন্ম দিলেই সেই শিশুকে সেদেশের নাগরিকত্ব দেওয়া হয় না। বিরাট এবং অনুষ্কার সন্তানের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে অকায় যদি ব্রিটিশ নাগরিকত্ব পেতে চায় তাহলে তাকে কিছু জিনিস মেনে চলতে হবে।
আরও পড়ুন: খাতায় কলমে আলাদা হলেন জিতু নবনীতা, ডিভোর্স পেতেই পর্দার সত্যজিৎ লিখলেন, 'আমি বেশ্যা, বজ্জাত'
কীভাবে পাওয়া যেতে পারে ব্রিটিশ নাগরিকত্ব?
এর জন্য ভিসা নিয়ে সেদেশে অন্তত ৫ বছর থাকতে হবে। তারপর সেই ব্যক্তি ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এবং একই সঙ্গে সেই দেশের জীবন যাপন নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তাঁকে। যদিও এখন আর এই পরীক্ষা দিতে হয় না। কেবল পাঁচ বছর থাকলেই হয়। তবে স্থায়ী নাগরিকত্ব পেতে চাইলে পয়েন্ট সংগ্রহ করতে হয়। আর সেটা সংগ্রহ করতে এক থেকে পাঁচ বছর সময় লেগে যায়।