চলতি বছরের মাঝামাঝি বড় চমক দিয়েছিলেন সৃজিত। বিরাট স্টার কাস্ট -সহ ঘোষণা করেছিলেন তাঁর আসন্ন নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর। এবার প্রকাশ্যে এল ছবির পোস্টার ও মুক্তির দিনক্ষণ।
ডিসেম্বর মানেই ক্রিসমাসে ছুটি, আর শীতে রোদ গায়ে মেখে কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে ছাদে বসে ‘ফেলুদা’র গল্প। সেই নস্টালজিয়ার কথা মাথায় রেখেই আট থেকে আশি সকলের জন্য 'ফেলুদার গোয়েন্দাগিরি' নিয়ে হাজির হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে এতেই তাঁর চমকের শেষ নেই। ক্রিসমাসের আগে তাঁর নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ নিয়ে দিলেন বড় আপডেট।
আরও পড়ুন: অনন্ত-রাধিকা থেকে সোনাক্ষী-জাহির ২০২৪-এ বিয়ের পিঁড়িতে বসলেন কোন কোন তারকা? রইল তালিকা
ইতিমধ্যেই তাঁর নতুন ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। প্রকাশ্যে ছবির প্রথম পোস্টার। নতুন বছরে ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি তা আগেই জানা গিয়েছিল। এবার নির্মাতাদের পক্ষ থেকে জানানো হল ছবি মুক্তির দিনক্ষন। শনিবার ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর প্রথম পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছেন এই ছবি আগামী বছরের ২৩ জানুয়ারী মুক্তি পাবে।
ছবিটিতে মোট ১২ জন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী , অর্জুন চক্রবর্তী ও সুহোত্র মুখোপাধ্যায়। ছবির পোস্টারে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই দেখা গিয়েছে। আর তাঁদের সবার মাঝে একটা ছুরির মতো কাঁটাটা দেওয়া বড় ঘড়ি দেখা গিয়েছে।
আরও পড়ুন: তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’! ‘এটাই সবচেয়ে বড় জবাব…’ সাফল্য নিয়ে যা বললেন শিবপ্রসাদ
পরিচালক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন, ‘নানা মতামত, রাজনীতিক ভাবনা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন… সম্পূর্ণ সামাজিক স্পেকট্রামকে তুলে ধরার চেষ্টা করেছি’। আর সৃজিতের এই নতুন ছবিতে যে আর্থিক ও রাজনৈতিক -সহ একাধিক সামাজিক বিষয় উঠে আসবে, তা ছবির পোস্টার থেকেও আভাস পাওয়া যাচ্ছে। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ -এর প্রেক্ষাপট 'রুকা হুয়া এক ফয়সালা' নামক ছবি থেকে নেওয়া হয়েছে।