সলমন খানের প্রযোজনা সংস্থার জন্য অভিনেতা খোঁজা হচ্ছে! সলমন নিজেই নাকি অভিনেতা-অভিনেত্রীদের বেছে নেবেন! এমনই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাতায়। এর পরই সলমন খান'স ফিল্মস-এ অভিনয় করতে চেয়ে অনেকেই প্রযোজনা সংস্থার বিভিন্ন নম্বরে ফোন করতে শুরু করেন। খবরটি কানে যেতেই পদক্ষেপ করলেন সলমন খান।
সলমন নিজের সোশ্যল মিডিয়া হ্যান্ডেলের হাত ধরেই সাফ জানিয়েছেন তাঁর প্রযোজনা সংস্থা এই মুহূর্তে কোনও ছবি বানাচ্ছে না। কোনও অভিনেতা-অভিনেত্রী নেওয়া হচ্ছে না। ঠিক কী লেখা হয়েছে?
সলমন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এটি স্পষ্ট করে জানানো হচ্ছে মিস্টার সলমন খান বা সলমন খান’স ফিল্মস বর্তমানে কোনও ছবি তৈরি করছে না, ছবির জন্য কাস্টিংও করা হচ্ছে না। আমরা আমাদের আগামী কোনো ছবির জন্যও কোনও কাস্টিং এজেন্ট নিয়োগ করিনি। এই উদ্দেশ্যে যদি কোনো ইমেল বা বার্তা পেয়ে থাকেন, তাহলে দয়া করে বিশ্বাস করবেন না। দয়া করে. যদি কেউ মিথ্যাভাবে মিস্টার খান বা এসকেএফ-এর নাম ব্যবহার করে কোনও অঅনুমোদিত কাজ করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পড়ুন-হোটেলে ডেকে, আমার পানীয়তে মাদক মিশিয়ে দেন এক পরিচালক' বিস্ফোরক রতন রাজপুত
আরও পড়ুন-তীব্র গালিগালাজ, রাস্তায় ফেলে পেটানো হল, হাসপাতালে হিরো আলম
আরও পড়ুন-পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ, প্রতিমাসেই হাসপাতালে ভর্তি হতাম! লড়াই করেও স্বপ্ন দেখেছি: সেলিনা