মঙ্গলবারে ‘ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান নিয়ে দ্বিধা বিভক্ত নেটমাধ্যম। এরই মাঝে বিশেষ করে নজর কেড়েছেন এক বৃদ্ধ। যিনি পুলিশের জল কামানের সামনে দাঁড়িয়েও ছিলেন অবিচল। হাতে জাতীয় পতাকা উঠিয়ে পুলিশের ‘অত্যাচার’ সহ্য করে গিয়েছেন। তবে এরপর পুলিশের দিকে তাকিয়ে করা তাঁর কিছু অঙ্গিভঙ্গি, কিছু কথা নিয়ে সমালোচনায় পড়েছেন। বিশেষ করে ‘চুড়ি পরা’র কথা বলা।
এই নিয়ে একটি পোস্ট করলেন রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত। তিনি ফেসবুকে লিখলেন, ‘চুড়ি পরে বসে থাক… ওয়াহ! ওয়াহ! এই সব কথাই যদি না থামে, তবে কীসের এত আন্দোলন।’
যাতে এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘ছাড়ো তো! নারীবিদ্বেষীদের আবার নারী আন্দোলন! ওই যে… জাঙিয়ার বেল্ট।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এটা হল বিজেপির ফেমিনিজম’। তৃতীয়জনের মন্তব্য, ‘এই সব সার্কাসের কারণে আসল জিনিসের থেকে ফোকাসটা সরে যাচ্ছে।’
আরও পড়ুন: ‘যারা পুলিশকে ঢিল ছোঁড়ে তারা কখনও ছাত্র সমাজ হতে পারে না…’! পোস্ট অপরাজিতার
তবে অনেকেই আবার মানতে রাজি নন কোনওরকম অসম্মান তিনি নারীদের করেছেন। একজন লেখেন, ‘উনি ৬০ বছরে যা করেছে, ৩০ বছরের কোনও যুবক হলেও পারত না। উনিই হিরো’। আরেকজন লেখেন, ‘স্যালুট আপনাকে! কলকাতা পুলিশকে যোগ্য জবাব দিয়েছেন, উচিত জবাব এটাই।’
হাওড়া ব্রিজের বুকে পুলিশের প্রবল জলকামানের সামনে দাঁড়িয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধকে নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এই দৃশ্যকে ‘মমতার শাসনকালে প্রতিবাদের চূড়ান্ত প্রতীক ’ বলে বর্ণনা করেছেন তিনি।
তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘জলকামানের মাঝে আইকনিক হাওড়া সেতুতে জাতীয় পতাকা ওড়ানো লোকটি নিপীড়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের বিরুদ্ধে প্রতিবাদের চূড়ান্ত প্রতীক…’।
আরও পড়ুন: ‘আপনারও তো মেয়ে আছে!’ অক্ষয় কুমারের ১২ বছরের কন্যাকে টেনে মন্তব্য এবার কঙ্গনার