একই দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছে খাদান এবং সন্তান। আর সেই থেকেই কোন ছবি কেমন ব্যবসা করছে, কে সেরা সেটা নিয়ে কম চর্চা হয়নি। এদিন মহেন্দ্র সোনির একটি টুইট রাজ চক্রবর্তী শেয়ার করতেই সেই চর্চার আগুনে যেন ঘি পড়ল। কী ঘটেছে কী?
কী লিখেছেন মহেন্দ্র সোনি এবং রাজ চক্রবর্তী?
এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে মহেন্দ্র সোনি একটি টুইট করে লেখেন, 'সন্তান বক্স অফিসে দুর্দান্ত সফল এবং এখনও বেশ ভালো ট্রেন্ড করছে! রাজ চক্রবর্তীর সঙ্গে আমাদের জুটি বারবার এমন গল্প উপহার দিচ্ছে যা সবার মন ছুঁয়ে যায়। মিঠুন দা, আপনিই বাংলা সিনেমার মহাগুরু!' এই পোস্ট শেয়ার করেছেন সন্তান ছবিটির পরিচালক রাজ চক্রবর্তী। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'আমরা এটা করতেই থাকব।' তাঁদের এই পোস্টেই কটাক্ষের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন একটি স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'ট্রেন্ড তো করছে, কিন্তু সন্তান না।' কেউ আবার লেখেন, 'না মোটেও ভালো চলছে না।' তৃতীয় ব্যক্তি সন্তান এবং খাদান ছবি দুটোর বুক মাই শোর স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'যাহ! কে ট্রেন্ড করছে!' এই ছবিগুলোতে খাদান ছবির নিচেই ট্রেন্ডিং লেখা দেখা যাচ্ছে। যদিও রেটিং অনুযায়ী এগিয়ে সন্তান।
এক ব্যক্তি এদিন রাজের পোস্টে লেখেন, 'মিসিং। সেই পুরোনো রাজ চক্রবর্তীকে আর দেখা যায় না যে একটা সময় চ্যালেঞ্জ, দুই পৃথিবী, তুমি যে আমার ইত্যাদির মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে। তাঁকে কেউ পেলে জানাবেন।'
খাদান এবং সন্তান ছবি দুটো প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।
আরও পড়ুন: পাটুলি যেন নয়া পার্কস্ট্রিট! বড়দিনের কার্নিভাল জমিয়ে দিলেন নচিকেতা, সায়নীরা
একই দিনে মুক্তি পেয়েছে সন্তান ছবিটি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে উঠে এসেছে বাবা ছেলের কথা। মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অহনা দত্ত, অনসূয়া মজুমদার, প্রমুখ।