অবশেষে মিশকার কালো ছায়া এড়িয়ে আবার এক হল 'অনুরাগের ছোঁয়া'র সূর্য-দীপা। তাদের মিল দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বহু দিন ধরে। বহুবার তারা এক হলেও বার বারই ভেঙেছে তাদের সংসার। আর এবারও একেবারে তাই। মেগার নতুন প্রোমো দেখে বেশ বিব্রত দর্শকেরা। কারণ ধারাবাহিকে তাদের মিল দেখানো হলেও, ফের সূর্য-দীপার জীবনে নেমে আসছে ঘোর বিপদ! কিন্তু কে সেই বিপদের দূত? তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।
এক সময়কার টিআরপি টপার এই মেগা বার বার সূর্য-দীপার বিচ্ছেদের কারণে কিছুটা হলেও হারিয়েছে জনপ্রিয়তা। বিয়ের পর থেকেই শান্তি ছিল না দীপার জীবনে। শাশুড়ি লাবণ্য তাকে প্রথম দিকে মেনে নিতে পারেনি। তবে পরে ধীরে দীপার প্রতি তার মন গলে। সে নিজের মেয়ের জায়গা দেয় দীপাকে। কিন্তু মিশকার প্ররোচনায় তিক্ত হয়ে যায় সূর্যের মন। সূর্য-দীপা আলাদা হয়ে যায়। সেই শুরু, তারপর নানা ভাবে যত বারই সূর্য-দীপা এক হতে চায় তত বারই তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ। কখনও মিশকার ষড়যন্ত্রের শিকার হতে হয় তাদের সম্পর্ককে আবার কখনও প্রাকৃতিক দুর্যোগ তাদের আলাদা করে দেয়।
আরও পড়ুন: চুপিসারে বিয়ে করে নিলেন মানালি-রোহন? ছবি সামনে আসতে চমকাল নেটিজেনরা, ব্যাপার কী
সূর্য-দীপার যমজ মেয়ে সোনা-রূপার জন্মের পর ধীরে ধীরে তারা কাছে এলেও ফের দুর্ঘটনায় আলাদা হয়ে যায় পুরো পরিবার। তার পর মেগায় সময় বেশ কিছুটা এগিয়ে যায়। মুম্বইয়ের প্রেক্ষাপটে নতুন মোড় নেয় গল্প। কিশোরী সোনা-রূপার দেখা মেলে। সেখানেও নানা কান্ড ঘটতে থাকে। কখনও সোনা সূর্য-দীপা মিলনের পথে বাঁধা হয়ে দাঁড়ায় আবার কখনও মিশকা। তবে নানা ঘটনাচক্রে নিজের পাতা ফাঁদে নিজেই জড়িয়ে পড়ে মিশকা। মেগায় তাঁর অবস্থা বর্তমানে বেশ সঙ্কটজনক। অন্যদিকে, পুরানো মান অভিমান সরিয়ে দীপাকে ফের মা হিসেবে কাছে টেনে নেয় সোনা। তারপরই সেই চিরপ্রত্যাশিত মুহূর্ত। ফের সাতপাকে বাধা পড়ে সূর্য-দীপা।
কিন্তু ধারাবাহিকে এই প্রেক্ষাপট চলাকালীন মেগার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে সোনা-রূপাকে নিয়ে সূর্য-দীপা এক হয়ে গেলেও, তাঁদের জীবনে ফের নেমে আসতে চলেছে কালো ছায়া। প্রোমোয় দেখা গিয়েছে সোনা বলছে, 'এমনই থাকব আমরা' আর তা শুনে এক রহস্যময়ী বৃদ্ধা সূর্য-দীপাকে তাঁদের জীবনের আসন্ন ঝড়ের ব্যাপারে পূর্বাভাস দিয়ে বলে, ‘বিপদ আসবে, এমন থাকবি না।’ তখন দীপা মনে একরাশ আশঙ্কা নিয়ে ওই বৃদ্ধাকে প্রশ্ন করে কার কথা বলছেন আপনি?' সেই উত্তর অবশ্য পাওয়া যায় না বৃদ্ধার কাছ থেকে। তারপরই প্রোমোতে জেলের দৃশ্য দেখানো হয়। সেখানে এক পুলিশ এক আসামিকে জানায় আগামীকাল তার ছুটি। তখন সূর্যই দীপাকে সাহস দিয়ে বলে, ‘যেই আসুক আমরা এমনই থাকব, আর কাউকে ভয় পাব না। একসঙ্গে মোকাবিলা করব।’ সে যে সূর্য-দীপার আসন্ন বিপদ তা তো বলাই বাহুল্য। তবে সে যে কে? তা এখন বোঝা যায়নি।
আরও পড়ুন: ১ বছর পর কামব্যাক টিভিতে! ‘সেই কয়েকটা রাত আমার জেগে কেটেছে…’, চিরসখায় ফিরে বললেন সায়ক
কিন্তু সূর্য-দীপার মিলের পরই ফের বিপদের আভাস পেয়ে বেশ বিব্রত হয়েছেন মেগার দর্শকরা। তাঁরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘এই সিরিয়ালের কোনও গল্প নেই, হাজার বার সূর্য-দীপা কে আলাদা করে আর মিল দিয়ে বিয়ে করায়। হাস্যকর।’ আর একজন নির্মাতাদের অনুরোধ করে লেখেন, ‘সে জীবনে বিপদ আসবে কিন্তু একসঙ্গে মোকাবিলা করান। কিন্তু আলাদা করাবেন না আর প্লিজ।’