বিগত কয়েকমাস ধরে দিলজিৎ দোসাঞ্ঝের দিল লুমিনাতি ট্যুর নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছিল গোটা দেশে। আকাশ ছোঁয়া দাম থাকা সত্ত্বেও, অভিনেতা-গায়কের শো-র টিকিট পাওয়াই একপ্রকার দুষ্কর হয়ে উঠেছিল। এসবের মাঝেই বাংলার গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর একটি পোস্ট ভাইরাল। যা তিনি করেছেন দিলজিতের শো নিয়েই। বলা ভালো, দিলজিতের শো দেখতে যাওয়া দর্শকদের দিকে ছুঁড়ে দিয়েছেন কিছু প্রশ্ন।
লগ্নজিতা ফেসবুকে লিখলেন, ‘কিছুদিন আগে, আমার সঙ্গে আমার এক বন্ধুর দেখা হয়, যে গিয়েছিল দিলজিতের কনসার্টে। আমি ওকে স্বাভাবিকভাবেই কনসার্ট নিয়ে নানা প্রশ্ন করছিলাম। ও নিজেও অনেক ভালো ভালো কথা বলছিল। আর এরপর আমি ওকে প্রশ্ন করি, দিলজিতের কোন গান ওর সবচেয়ে প্রিয়। ও কেমন দ্বিধা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকল।’
‘এরপর ওর কাছে দিলজিতের গাওয়া ৩টি গানের নাম জানতে চাই। ও মাথা চুলকে-ফুলকে নিল, কিন্তু জবাব দিতে পারল না। তারপর জবাব দিল, 'আমি ঠিক নিশ্চিত না। আসলে অত মন দিয়ে তো শুনিনি কখনো। ভাইবসটা ভালো লাগে।' এরপর আমি ওকে অরিজিৎ সিং-এর ৩টে গানের নাম জানতে চাই। ও কখনো অরিজিতের কনসার্টে যায়নি, তাও গড়গড় করে অনেকগুলো বলে দেয়।’, আরও লেখেন লগ্নজিতা।
এরপরই দর্শক-শ্রোতাদের উদ্দেশে প্রশ্ন রাখলেন তিনি! লিখলেন, ‘আমার নতুন বছর শুরু হল কনফিউশন দিয়ে। এখন কি পিআরই সব। এদিকে কনসার্ট থেকে আসা লোক, একটা গানের নামও বলতে পারছে না। এদিকে মিউজিক ইন্ডাস্ট্রির ওজি'স অরিজিৎ, সুনিধি, শ্রেয়ারা এত ভালো ভালো কাজ করছে। আমি সত্যিই খুব কনফিউজড।’
আরও পড়ুন: যেন ছোট্ট ডল পুতুল! নিউ ইয়ারে ছেলের মুখ দেখালেন সোনম, কার মতো দেখতে বায়ুকে